আপনি যদি একজন ওয়েব সাইট ডিজাইনার হয়ে থাকেন তবে নিশ্চয়ই জানেন যে, ওয়েব সাইটের কোন পেজে কাজ করা বেশ কষ্টকর. মূলত দু’টি কারণে ওয়েব পেজ-এর তথ্যসমূহ নিজের আর্কাইভে সংগ্রহ করতে হলে অথবা পরিবর্তন করতে হলে সমস্যার সম্মুখীন হয়ে থাকে অনেকেই. ওয়েব পেজ হতে নিজের প্রয়োজন অনুযায়ী পরিবর্তন সাধন করতে যে দু’টি সমস্যার সম্মুখীন হতে হয় তার মধ্যে একটি হচ্ছে ওয়েব পেজে রক্ষিত ডাটাসমূহের পরিবর্তন সাধন এবং অপরটি হচ্ছে লাইভ প্রেজেন্টেশনের সময় দন্সুতগতির ইন্টারনেট কানেকশনের নিশ্চয়তা না থাকা. এই দু’টি সমস্যা থেকে মুক্তি দিতে এবং ওয়েব সাইট সমূহকে পিডিএফ ফরমেটে রূপান্তর করতে এডোব তার অগণিত ব্যবহারকারীদের জন্য নিয়ে এসেছে ফুল ফিচারসমৃদ্ধ ক্যাপচার ইউটিলিটি তাদের এক্রোবেট প্রো ৯-এ. এই ওয়েব কনভার্সন টুলটি পূর্বেকার এক্রোবেট ভার্সনের সাথে সংযুক্ত করা হয়েছে. ফলে বর্তমানে এক্রোবেট ৯ ব্যবহারের মাধ্যমে একজন ব্যক্তি বর্তমানে একটি ওয়েব পেজ (যেটি আপনার বন্সাউজারের মাধ্যমে দৃশ্যমান হয়) পিডিএফ ফরমেটে রূপান্তরের পাশাপাশি সাইটটির সকল পেজসমূহ আপনার পছন্দ অনুযায়ী পিডিএফ ফরমেটে রূপান্তর করা সম্ভব হবে.
ওয়েব সাইট হতে সুনির্দিষ্ট পেজসমূহ পিডিএফ-এ ক্যাপচার করতে হলে প্রথমেই আপনাকে আপনার বন্সাউজারে এডোবের প্রোগ্রামসমূহ ইন্সটল করার সময় কনভার্সন বাটন সুনির্দিষ্ট করে নিতে হবে. সেই সাথে নেভিগেট সম্পন্ন করুন আপনার পছন্দনীয় ইউআরএল-এ অর্থাৎ যে ইউআরএল হতে আপনি ক্যাপচার সম্পন্ন করতে আগ্রহী. এরপর আপনাকে সেভ অপশনে ক্লিক করতে হবে. একইসাথে সেভ এজ ডায়ালগ অপশনে আপনার নতুন পিডিএফ নাম প্রদান করুন এবং সেভ বাটন ক্লিক করুন. পরবর্তীতে আপনি সাইটের পরবর্তী পেজ ক্যাপচারে আগ্রহী হলে কনভার্ট বাটনের পাশে থাকা ডাউন এরো ক্লিক করুন মেন্যু রিভেল করতে এবং এড ওয়েব পেজ টু এক্সিসটিং পিডিএফ নির্দিষ্ট করুন. ইতিপূর্বে আপনার সেভ করা পিডিএফ বন্সাউজ করুন এবং সেভ করুন. এখন এত্রে এক্রোবেটের মাধ্যমে পিডিএফ ওপেন করলে আপনি দেখতে পারবেন একই ফাইল সাইটের দুইটি পেজ. আপনি যদি একই সাথে অন্য কনভার্সন অপশন একই মেন্যু হতে চালু করতে আগ্রহী হন তবে আপনাকে প্রেফারেন্স অপশন এবং ফাইলের পাশে টাইপ ফিল্ড ক্লিক সেটিং পছন্দ করতে হবে. একই সাথে এইচটিএমএল কনভার্সন সেটিংস ডায়ালগ রিজিয়ন হতে আপনি পেজ ব্যাকগ্রাউন্ড, ইমেজ, মান্টিমিডিয়া কন্টেন্ট এবং আন্ডরলাইনড লিংকসমূহ ক্যাপচার করতে পারবেন. ওয়েবসাইট হতে একসাথে কয়েকটি পেজ কনভার্ট করতে হলে এক্রোবেট প্রো ৯ চালু করুন. এরপর ফাইল মেন্যু থেকে ক্রিয়েট পিডিএফ অপশন চিহ্নিত করুন. প্রদর্শিত সাবমেন্যুতে ওয়েব পেজ হতে আপনার প্রয়োজনীয় পেজসমূহ সিলেক্ট করুন. পিডিএফ ফরমেটে তৈরি করতে ওয়েব পেজ ডায়ালগ আপনাকে প্রদান করবে কনভার্সনের বেশ কয়েকটি উপায়.
ডিফল্ট অপশনে এক্রোবেট শুধুমাত্র টপ লেভেল (টাইপিক্যালি হোম পেজ) ক্যাপচার করতে সক্ষম. এখানে আপনি অ্যারোসমূহ ব্যবহারের মাধ্যমে আপনার ক্যাপচারের লেভেলসমূহ পরিবর্তন করতে পারবেন. তবে একটি বিষয়ে আপনাকে সতর্ক থাকতে হবে যে, কোন মেজর সাইটের দুইটির বেশি লেভেলে কনভার্সন করতে হলে এটি খুবই ধীরগতিতে ডাউনলোড সম্পন্ন করে এবং কনভার্সন প্রসেসেও সময় বেশি প্রয়োজন হয়ে থাকে. ফলে তৈরিকৃত পিডিএফ ডকু মেন্ট-এ পোর্শন প্রদর্শিত হবে দু’টি লেভেলে. এখানে আপনাকে থাম্বানেইলস-এর পাশে থাকা ভার্টিকাল স্ক্রলবার নির্দিষ্ট করে দিতে হবে. ফলে তিনটি লেভেলের পিডিএফ ফরমেট কত বড় হবে তা নির্দিষ্ট করা তেমন কষ্টকর হবে না.
এছাড়াও অপর পদ্ধতি ব্যবহারের মাধ্যমে বেশি সংখ্যক পেজ ডাউনলোড এবং কনভার্সন করার সুযোগ রয়েছে. এক্ষেত্রে আপনাকে ওয়েব পেজ কনভার্সন সেটিংস ডায়ালগ ডিসকাস নির্ধারণ করুন. এবং প্রয়োজন হলে ক্যাপচার ইমেজ এবং মাল্টিমিডিয়া ফাইলসমূহ নির্ধারণ করুন. একই সাথে আপনি এক অথবা একাধিক চেক অপশনে স্টে অন সেম পাথ ব্যবহারের মাধ্যমে আপনার প্রদত্ত ইউআরএল ব্যবহারের লক্ষ্যে একই সার্ভারে থাকুন এবং প্রোগ্রামে আপনার প্রদত্ত ইউআরএল-এর নির্দিষ্টকৃত পেজ সমূহ ডাউনলোড করতে পারেন. তবে আপনি যদি ছোট আকারের পিডিএফ ফরমেটের জন্য ইয়েল্ডস ব্যবহার করেন তবে গুরুত্বপূর্ণ পেজসমূহ হারিয়ে যাবার আশংকা থাকে.
মূলত আপনাকে ওয়েব পেজকে পিডিএফ ফরমেটে রূপান্তর করতে ক্রিয়েট টু স্টার্ট ডাউনলোড এন্ড কনভার্সন-এ ক্লিক করতে হবে. ফলে এক্রোবেট আপনার সামনে প্রদর্শন করবে ডাউনলোড স্ট্যাটাস উইন্ডো. একই সাথে প্রসেস স্ট্যাটাস প্রদর্শনের পাশাপাশি প্রসেস সম্পন্ন হলে কনভার্টের পিডিএফ প্রদর্শন করবে. যদি ওয়েব সাইট কন্টেইন সমূহে মাল্টিমিডিয়া ফাইল থাকে তবে এক্রোবেট তা চালাতে পারবে. যদিও মাল্টিমিডিয়া অপশন চালুর পূর্বে অবশ্যই আপনার মতামত গ্রহণ করা হবে. অর্থাৎ আপনার পছন্দানুযায়ী কাজ সমূহ আপনার ইচ্ছানুযায়ী সাধিত হবে.
ওয়েব সাইটে প্রাপ্ত তথ্যাদি নিয়ে কাজ করতে এই এক্রোবেট প্রো ৯ খুবই কার্যকর হিসেবে বিবেচিত হয়ে আসছে সম্প্রতি. কেননা, ওয়েব সাইট ভিত্তিক তথ্যসমূহ পিডিএফ ফরমেটে ডাউনলোডে পূর্বে যে সকল সমস্যা সমূহ চিহ্নিত হয়ে এসেছে নতুন এই এক্রোবেট প্রো৯’তে সেগুলো কোন সমস্যা তৈরি করতে পারে না. বিশেষ করে একাধিক পেজসমূহ দন্সুত ডাউনলোড করার মাধ্যমে পিডিএফ ফরমেটে রূপান্তর করতে এই এডোবের এক্রোবেট ৯ খুবই কার্যকর হিসেবে নিজেকে প্রতিষ্ঠত করতে সক্ষম হয়েছে. ফলে এডোবের এক্রোবেট প্রো ৯ অচিরেই জনপ্রিয়তা অর্জনের পাশাপাশি ওয়েবসাইট হতে কন্টেন্ট ডাউনলোডের ক্ষেত্রে পিডিএফ ফরমেট রূপান্তরের গুরুত্বপূর্ণ অগ্রগতি সাধন করতে সক্ষম হবে বলে আশা করা যাচ্ছে.
সৌজন্যে : মাসিক ই-বিজ