চীনারা তাদের অবসর সময়ের বেশির ভাগ কাটায় অনলাইনে। বিশ্বের ১৬টি দেশের ২৭ হাজারেরও বেশি ওয়েব ব্যবহারকারীর ওপর জরিপ চালিয়ে এ তথ্য পাওয়া গেছে। জরিপের ফলাফলে দেখা গেছে, চীনের ওয়েব ব্যবহারকারীদের ৪৪ শতাংশ তাদের অবসর সময় কাটায় অনলাইন ঘাঁটাঘাঁটি করে। তবে তাদের চেয়ে বেশি সময় অনলাইনে কাটায় যুক্তরাজ্যের গৃহবধুরা। এখানকার শিক্ষার্থীদের ৩৯ শতাংশ অনলাইনে তাদের অবসর সময় কাটায়। এ ছাড়া যুক্তরাজ্যের অনলাইন নিউজ সাইটগুলো বিশ্বাসযোগ্য তথ্যের প্রাথমিক উৎস। এখানকার দুই-পঞ্চমাংশ লোক জানিয়েছে, অনলাইন নিউজ সাইটগুলোকে তারা সবচেয়ে নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে বিবেচনা করে। জার্মানরা আগে অনলাইনে তার সঙ্গীর সঙ্গে পরিচিত হয়। পরে সশরীরে দেখা করে। এক-চতুর্থাংশেরও বেশি জার্মান এখন এই কাজটি করে। বিশ্ববাজারের তথ্য সরবরাহকারী সংস্থা টিএনএস ১৮ থেকে ৫৫ বছর বয়সী ২৭ হাজার ৫২২ জন ওয়েব ব্যবহারকারীর ওপর সম্প্রতি এই জরিপ চালায়। চীনে জরিপে অংশগ্রহণকারীদের ৪৪ শতাংশ জানায়, তারা তাদের অবসর সময় কাটায় অনলাইনে। ডেনিশদের চেয়ে এই হার তিন গুণ বেশি। চীনে ২৫ বছরের নিচে যাদের বয়স, তাদের ৫০ শতাংশ দাবি করেছে, তারা দিনের বেশির ভাগ সময় ব্যস্ত থাকে ইন্টারনেটে।

সৌজন্যে : দৈনিক প্রথম আলো