আমাদের দেশের শিক্ষার্থীদের গণিতের প্রতি আগ্রহ বাড়ছে ধীরে ধীরে। আর আজ খুলনা থেকে শুরু হচ্ছে চলতি বছরের ডাচ্-বাংলা ব্যাংক-প্রথম আলো গণিত উৎসব। আমাদের দেশে গণিতের নানা খবরের প্রয়োজনে আগ্রহীদের জন্য রয়েছে ম্যাথ অলিম্পিয়াড নামের একটি ওয়েবসাইট (www.matholympiad.org.bd) নামের একটি ওয়েবসাইট। বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটি পরিচালিত এই ওয়েবসাইটে গণিতের নানা উৎসবের খবরের পাশাপাশি রয়েছে প্রতিবছরে অনুষ্ঠিত গণিত অলিম্পিয়াডের নমুনা প্রশ্ন। রয়েছে গণিতবিষয়ক নানা ধরনের গুরুত্বপূর্ণ টিউটোরিয়াল এবং লেখা, আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াড, গণিত সমস্যা সমাধান, উইকিপিডিয়া গণিত পোর্টালসহ গণিতবিষয়ক নানা প্রতিষ্ঠানের ওয়েবলিংক সুবিধা, শিক্ষার্থীদের জন্য প্রকাশিত গণিত স্কুলসংখ্যা কপি, বিভিন্ন জায়গার গণিত উৎসবের ছবিসহ গণিতবিষয়ক নানা অনুষ্ঠানের খবরাখবর। সম্প্রতি নতুনভাবে চালু হওয়া এ ওয়েবসাইটে দেশের বিভিন্ন গণিত ক্লাব, গণিত স্কুলসহ গণিতের বিভিন্ন প্রতিষ্ঠানের নিয়মিত খবরও রয়েছে। এ ছাড়া রয়েছে গণিতে উৎসাহীদের অনলাইনের বড় গ্রুপ ‘ম্যাথ ক্লাব’ লিংক। যেখানে আগ্রহীরা গণিতের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করতে পারবে। ধীরে ধীরে শিক্ষার্থীদের মধ্যে বেড়ে ওঠা গণিতের প্রতি আগ্রহ মেটাতে আজই দেখুন গণিতের এ ওয়েবসাইট।
সৌজন্যে : দৈনিক প্রথম আলো