কম্পিউটারে বাংলায় লেখা যায়। তারপর তা সংযুক্ত (অ্যাটাচমেন্ট) করে ই-মেইল পাঠানোও যায়। কিন্তু ভারতে সরাসরি বাংলা ভাষায় ই-মেইল লেখা যায় না। এবার সেই কাজটিই সাধন করতে যাচ্ছে কলকাতা ভাষা প্রযুক্তি গবেষণা পরিষদ। গত বুধবার সংস্থার পক্ষ থেকে কলকাতা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে সংস্থার সভাপতি অধ্যাপক দ্বিজেশ দত্ত জানিয়ে দেন, অচিরেই সরাসরি বাংলায় ই-মেইল করার যাবতীয় ব্যবস্থা নিয়েছেন তাঁরা। এ নিয়ে তাঁরা গবেষণা করে সফলতাও পেয়েছেন। দ্বিজেন দত্ত আরও বলেন, এখনো পশ্চিমবঙ্গের বহু গ্রামের মানুষ কম্পিউটার ব্যবহার করতে পারে না শুধু ইংরেজি ভাষার কারণে। অথচ বাংলা ভাষায় ই-মেইল করার সুযোগ থাকলে পশ্চিমবঙ্গে কম্পিউটারের ব্যবহার আরও কয়েক গুণ বেড়ে যেত। তাই এ দিকটা ভেবেই তাঁরা বাংলা ভাষায় সরাসরি ই-মেইল পাঠানোর উদ্যোগ নিয়েছেন।

সৌজন্যে : দৈনিক প্রথম আলো