চীনে এখন পাঁচ কোটিরও বেশি ব্লগার রয়েছে। নিজের মতামত প্রকাশ করতে চায় এমন মানুষের সংখ্যা এখন বাড়ছে। ফলে ব্লগারদের সংখ্যাও বাড়ছে। ইন্টারনেট সোসাইটি অব চায়না নামে একটি গোষ্ঠীর বরাত দিয়ে চীনের সরকারি বার্তা সংস্থা সিনহুয়া জানায়, ২০০৭ সালে চীনে ব্লগারের সংখ্যা ছিল চার কোটি ৭০ লাখ। ২০০৮ সালের নভেম্বর মাসের শেষ নাগাদ এই সংখ্যা পাঁচ কোটি ছাড়িয়ে যায়। ইন্টারনেট সোসাইটি অব চায়না জানায়, চীনে প্রায় ১০ কোটি ব্লগ অথবা ব্যক্তিগত অনলাইন জার্নাল রয়েছে। অর্থাৎ কারও কারও একাধিক ব্লগ রয়েছে। গোষ্ঠীটির উপপ্রধান গাও লুলিন বলেন, স্থানীয় ও জাতীয় ঘটনাবলি সম্পর্কে চীনারা তাদের দৃষ্টিভঙ্গি ও মতামত ইন্টারনেটের মাধ্যমে প্রকাশ করে। ক্ষমতাসীন দল কমিউনিস্ট পার্টির কর্মকান্ডের ফলে ব্লগারদের সংখ্যা বাড়ছে বলে মনে করা হচ্ছে। দলটি চীনের গণমাধ্যম ও ইন্টারনেটের ওপর কড়া নিয়ন্ত্রণ আরোপ করেছে। ব্লগাররা তাদের ব্লগকে কমিউনিস্ট পার্টির সমালোচনা করা ও দলটির কর্মকান্ডে ক্ষোভ প্রকাশ করার উৎকৃষ্ট মাধ্যম বলে বিবেচনা করে। সামাজিক অস্িথরতা, ভিন্নমত, সরকারের দুর্নীতি বা সরকারকে বিব্রত করে এমন সব বিষয়বস্তুর প্রচার চীনে কঠোর হস্তে দমন করা হয়। সাম্প্রতিক বছরগুলোতে সরকার ব্লগার হওয়ার জন্য নানা শর্ত আরোপ করে। যেমন কেউ ব্লগার হতে চাইলে তাকে আসল নাম দিয়ে নিবন্ধন করতে হবে।উল্লেখ্য, চীনে বর্তমানে প্রায় ৩০ কোটি লোক ইন্টারনেট ব্যবহার করে।



