ব্লগ

Posted by Admin | 5:34 PM

ওয়েবলগের (Web Log) সংক্ষিপ্ত রূপ হলো Blog (ব্লগ)। ব্লগ বলতে মূলত বোঝায় একটি ওয়েবসাইটে স্বাধীনভাবে ব্যক্তিগত বা আরও ব্যাপকভাবে মতামত বা সাহিত্য প্রকাশ।যে কম্পিউটারে ওয়েব পেইজ তৈরি করতে জানে তার জন্য তো বটেই, ইন্টারনেটের নতুন ব্যবহারকারীর কাছেও ব্লগিং কোনো কঠিন বিষয় নয়।যে কেউ নিজের লেখা নিবন্ধ, ব্যক্তিগত অনুভুতি বা অন্য যেকোনো কিছু ব্লগিং ওয়েবসাইটে প্রকাশ করতে পারে। যারা ব্লগিং করে, তাদের বলা হয় ব্লগার। ব্লগিং করা অত্যন্ত সহজ হওয়ায় বিশ্বজুড়ে শিশু থেকে শুরু করে বৃদ্ধ বয়সের লোকজন ব্লগিংয়ের মাধ্যমে বিশ্বের তাবৎ বিষয়ে জানছে।বর্তমানে বাংলাদেশেও ব্লগিং বিষয়টি ধীরে ধীরে বেশ জনপ্রিয় হয়ে উঠছে।