বিনামূল্যের অনলাইন বিশ্বকোষ উইকিপিডিয়ার মতো পাঠকদের সম্পৃক্ত করবে খ্যাতনামা এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা। তারা এর পাঠকদের রেফারেন্সগুলোকে হালনাগাদ করার সুযোগ দেওয়ার পরিকল্পনা করছে। এ পরিকল্পনার অংশ হিসেবে পাঠক ও বিশ্লেষকেরা অনলাইনে ব্রিটানিকার বিভিন্ন লেখা হালনাগাদ করতে পারবেন।বিভিন্ন বিষয়ে বিশেষজ্ঞদের সেসব বিষয়ে লেখার সুযোগ করে দেওয়া হবে। তবে ব্রিটানিকা কর্তৃপক্ষ উইকিপিডিয়ার অনুসরণে বিপুলসংখক মানুষকে লেখা হালনাগাদ করার সুযোগ দেবে না।এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকার প্রেসিডেন্ট ইয়র্গি কাউজ জানান, ব্রিটানিকা পাঠকদের চেয়ে বিশেষজ্ঞদের ওপর বেশি জোর দেবে। আরও বেশি বিশেষজ্ঞকে ব্রিটানিকার কাজে লাগানো হবে। তাঁদের নিজ নিজ ক্ষেত্রে লেখার জন্য উৎসাহিত করা হবে। নির্বাচিত পাঠকদের বিশ্বকোষ হালনাগাদের কাজে আমন্ত্রণ জানানো হবে। অনেককে আবার ব্রিটানিকার উপকরণ নিয়ে তাঁদের নিজের মতো আর্টিকেল লিখতে বলা হবে, যা ওয়েবসাইটে সংযুক্ত করা হবে। তবে পাঠকদের লেখা পরীক্ষা-নিরীক্ষার পরই কেবল ওয়েবে দেওয়া হবে। ব্রিটানিকার ওয়েবসাইটকে নতুন করে সাজানোরও পরিকল্পনা করা হয়েছে। নতুন নকশায় ব্রিটানিকা একটি বেটা বা পরীক্ষামূলক সংস্করণ বের করবে, যা পরে ব্রিটানিকার অনলাইন ওয়েবসাইটে পরিণত হবে।
সৌজন্যে : দৈনিক প্রথম আলো



