এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে গত বছরে কম্পিউটার বিক্রির পরিমাণ আশংকাজনকভাবে কমে গেছে। বিশ্বের অর্থনৈতিক মন্দাবস্থার প্রভাবে এশিয়ায় কম্পিউটার বিক্রির পরিমাণ গত বছরের শেষ নাগাদ কমে যায়। বিশ্বজুড়ে বাজার গবেষণায় নিয়োজিত প্রতিষ্ঠান আইডিসি তাদের পরিচালিত জরিপ অনুযায়ী এই তথ্য প্রকাশ করেছে। গত বছরের ডিসেম্বর কোয়ার্টারে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় দেশসমূহে ডেস্কটপ কম্পিউটার এবং ল্যাপটপ বিক্রি হয়েছে মাত্র ১৭.২ মিলিয়ন। এই সংখ্যা পূর্ববর্তী কোয়ার্টার হতে ১৪ শতাংশ কম এবং পূর্ববর্তী বছরের তুলনায় ৫ শতাংশ কম হবার পাশাপাশি গত ১০ বছরের মধ্যে সর্বনিম্ন কম্পিউটার বিক্রির পরিমাণ বলে জানিয়েছে আইডিসি। আইডিসি’র পার্সোনাল সিস্টেম রিসার্চ বিভাগের আঞ্চলিক পরিচালক ব্রায়ান মা বলেন, ‘এশিয়া -প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলোতে বিশ্বের অথনৈতিক মন্দাবস্থার প্রভাব দৃশ্যমান হবার পরিপ্রেক্ষিতে কম্পিউটার বিক্রির পরিমাণ হ্রাস পেয়েছে। আমরা আশংকা করছি এ বছরও এই অঞ্চলে কম্পিউটার বিক্রির পরিমাণ আশানুরূপ হবে না।’ গত বছরে এশিয়া-প্রশন্ত মহাসাগরীয় অঞ্চলে কম্পিউটার ভেন্ডর হিসেবে ১৮.৩ শতাংশ মার্কেট শেয়ার নিয়ে শীর্ষে অবস্থান করেছে চীনা কম্পিউটার নির্মাতা প্রতিষ্ঠান লেনোভা। যুক্তরাষ্ট্রের হিউলেট প্যাকার্ড (এইচপি) ১৪.১ শতাংশ নিয়ে ২য় এবং ডেল ৯.১ শতাংশ মার্কেট শেয়ার নিয়ে তৃতীয় স্থানে অবস্থান করে। মূলত বিশ্বজুড়ে অর্থনৈতিক দূরাবস্থার কারণে চীন এবং ভারতের মত বৃহৎ দেশসমূহে কম্পিউটার ক্রয়ের পরিমাণ কমে যাবার পরিপ্রেক্ষিতেই এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে কম্পিউটার বিক্রির পরিমাণ বিগত সময়ের তুলনায় হ্রাস পেয়েছে।

সৌজন্যে : দৈনিক ইত্তেফাক