সমসাময়িক সময়ে সর্বাধিক সংখ্যক কম্পিউটারে ভাইরাস বিস্তার করতে সক্ষম হয়েছে নতুন ‘ডাউনাডুপ’ নামক ভাইরাস। এই ভাইরাসটি উইন্ডোজ সফটওয়্যারে বাগ ছড়িয়ে দেওয়ার মাধ্যমে বিশ্বজুড়ে সম্প্রসারিত করেছে নিজেকে। ভাইরাসটি’র সবচেয়ে ক্ষতিকর দিক হচ্ছে যে, এটি কোন কম্পিউটারে প্রবেশের সাথে সাথে সেই কম্পিউটারের সাথে সংযুক্ত নেটওয়ার্কে প্রবেশ করতে সক্ষম এবং কম্পিউটার হ্যাকারদের ভাইরাসে আক্রান্ত কম্পিউটার সমূহের তথ্য হ্যাক করার সুবিধা প্রদান করতে সক্ষম। দ্রুত বিস্তারে সক্ষম নতুন এই ‘ডাউনাডুপ’ কম্পিউটার ভাইরাসটি ইতোমধ্যে অল্প সময়ের মধ্যেই সারাবিশ্বে প্রায় ৮ মিলিয়ন কম্পিউটারে আক্রমণ করতে সক্ষম হয়েছে। কম্পিউটার বিশেষজ্ঞরা ইতোমধ্যেই এই ‘ডাউনাডুপ’ ভাইরাসটিকে সমসাময়িক সময়ের সবচেয়ে ক্ষতিকারক ভাইরাস হিসেবে চিহ্নিত করেছেন। জনপ্রিয় এন্টিভাইরাস প্রস্তুতকারী প্রতিষ্ঠান এফ-সিকিউর-এর প্রধান গবেষণা অফিসার মিক্কো হাইপোনেন বলেন, ‘ভাইরাসটি অতি দ্রুত বিভিন্ন কম্পিউটারে আক্রমণ চালাতে সক্ষম হলেও এর কাজের গতিধারা এখনও আমাদের কাছে স্পষ্ট নয়। আমাদের প্রতিষ্ঠান ভাইরাসটির গতিধারা নিয়ন্ত্রণের লক্ষে কাজ শুরু করেছে’। নতুন এই ‘ডাউনাডুপ’ ভাইরাসটি ইউরোপ এবং যুক্তরাষ্ট্রে বেশি বিস্তার লাভ করেছে এবং এশিয়াতেও কিছু কিছু অঞ্চলে বিস্তৃত হয়েছে। ভাইরাসটি ‘ই-মেইল’ এর মাধ্যমে বিস্তার লাভ করে না বিধায় সাধারণ কম্পিউটার ব্যবহারকারীদের ‘ডাউনাডুপ’ ভাইরাসে আক্রান্ত হবার সম্ভাবনা কম বলে বিশেষজ্ঞরা জানিয়েছে। ভাইরাসটি কর্পোরেট অফিস সমূহের কম্পিউটার নেটওয়ার্কে বেশি আঘাত হেনেছে এবং নেটওয়ার্কের আওতাধীন কম্পিউটার সমূহের পাসওয়ার্ড ব্রেক করতে সক্ষম হবার কারণে বিশেষজ্ঞরা কম্পিউটার ব্যবহারকারীদের জটিল পাসওয়ার্ড ব্যবহারের উপদেশ দিয়েছে। দ্রুত বিস্তারে সক্ষম এই ‘ডাউনাডুপ’ ভাইরাসটি নিয়ন্ত্রণের লক্ষ্যে ইতোমধ্যে কাজ শুরু করেছে বিশ্বের শীর্ষস্থানীয় এন্টিভাইরাস নির্মাতা প্রতিষ্ঠানসমূহ।

সৌজন্যে : দৈনিক ইত্তেফাক