গুগল স্কেচআপ : স্কেচআপের প্রকৃত ডেভেলপাররা গুগল আর্থ থ্রিডিতে বিল্ডিং তৈরির পদ্ধতি উদ্ভাবনের সক্ষমতা প্রদান করা হয়েছে। গুগল কোম্পানিটি কিনে নিয়ে সেই পদ্ধতিকে আরো উন্নত করেছে এবং সবার জন্য ফিন্স করেছে। এর একটি পেইড ভার্সনও রয়েছে ঠিকই তবে ফিন্স ভার্সনটিও যথেষ্ট উন্নত। সহজ আইটেম যেমন : টেক্সট থেকে শুরু করে যে কোনো জটিল জিনিসের প্রতিলিপি তৈরি করা এবং আবার তা বানোনোর জন্য এই সফটওয়্যারটি গুরুত্বপূর্ণ। এর প্রয়োগবিধি খুব সহজ। ইচ্ছে করলে আপনার ছবিকে গুগল আর্থে রাখতে পারবেন। এর সাইজ ৩১.৭ মেগাবাইট। সাইট : http://sketchup.google.com
পেইন্ট ডট নেট : পেইন্ট ডট নেট মাইক্রোসফট প্রজেক্ট হিসেবে যাত্রা শুরু করে। এটি উইন্ডোজের সাথে যুক্ত নিু ক্ষমতাসম্পন্ন পেইন্ট অ্যাপ্লিকেশনের প্রতিস্খাপন যা বর্তমানে খুব সুন্দরভাবে আগের প্রজেক্ট মেম্বারদের মাধ্যমে পরিচালিত হচ্ছে। এটি নতুন নতুন ফিচার এবং বাগ ফিক্স দিয়ে প্রতিনিয়ত আপগ্রেড হচ্ছে। প্রায় সব ধরনের সুবিধা এই সফটওয়্যারের মাধ্যমে পাওয়া যায়। ইমেজ তৈরির যোগ্যতার পাশাপাশি এটি ম্যানুয়ালি এবং অটোলেভেল অ্যাডজাস্টমেন্টের উভয় ক্ষেত্রেই কার্ডস, হিউ ও স্যাচুরেশন কন্ট্রোল করে থাকে, যা ফটোগ্রাফারদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ফটোশপের ছবি ইমপোর্ট করার মতো অনেক বাড়তি ফিচার [যেমন র ফাইলগুলো ইমপোর্ট করার ক্ষমতা] এতে রয়েছে। অনলাইন টিউটোরিয়ালে রয়েছে বিপুলসংখ্যক অপশন। এর সাইজ : ১.৩ মে.বা.। ওয়েবসাইট : www.getpaint.net
ফক্সিট রিডার : কম লোকেই আছেন যারা পিডিএফ ওপেন করার জন্য অ্যাডোবি রিডারের চেয়েও আরো উন্নত কিছু খুঁজে থাকেন। তবে এ ক্ষেত্রে ফক্সিটকে বিকল্প ও একটি উন্নত ধরনের সফটওয়্যার হিসেবে বিবেচনা করা হয়। প্রথমেই এর যে বিষয়টি অভিভূত করবে তা হলো এর স্পিড। অ্যাডোবি রিডারে পিডিএফ ওপেন হতে অনেক সময়ের প্রয়োজন হয় কিছু ফক্সিট এই ব্যাপারে অত্যন্ত দ্রুত সাড়া দেয়। এখানের পেজগুলোতে উঁচুমানের ছবি দেখা যায় এবং যে টেক্সটটি ওপেন হয় তাতে খুব কম পরিমাণ বাড়াবাড়ি থাকে এবং বিরক্তি উদ্রেক না করেই স্ক্রল করা যায়। এটি ইনস্টল করতে খুব কম সময় লাগে এবং এতে স্পেসও খুব কম লাগে। এর সাইজ মাত্র ১.৬৭ মে.বা.। প্রায় সব ধরনের ফিচার এখানে পাওয়া যায়। সাইট : www.foxitsoftware.com