পার্সোনাল এনার্জি ডিভাইস-শব্দটিকে বাংলা করলে আক্ষরিক অর্থ দাঁড়ায় ব্যক্তিগত জ্বালানি যন্ত্র। কিন্তু বাংলা শব্দটি ঠিক বোধগম্য নয়। তাহলে জেনে নিন এই যন্ত্রটি আসলে ঠিক কি কাজ করে? অতি প্রয়োজনীয় একটি পার্সোনাল গেজেট এটি। প্রথমত এটি একটি ইউনিভার্সাল হাইটেক মোবাইল চার্জার, ডিজিটাল ক্যামেরা চার্জার ও কার্ড রিডার, সেই সাথে এফএম রেডিও ও ছোট এমপিথ্রি প্লেয়ার। এর সাথে উজ্জ্বল লেডের একটি টর্চ লাইটও রয়েছে। এই ডিভাইসটির মাধ্যমে কোন মোবাইলকে ৫ মিনিট চার্জ করলে সেটি ২.৫ ঘন্টার টকটাইম লাইফ পাবে। ইউরোপের বাজারে বেশ জনপ্রিয় এই পার্সোনাল এনার্জি ডিভাইস। দাম মাত্র ১৪.৯৯ ইউরো।



