বিশাল জনগোষ্ঠীর কারণে চীনে নিজেদের তৈরিকৃত পণ্যের বাজার বৃদ্ধি করতে প্রতিনিয়তই নিজেদের প্রচেষ্টা অব্যাহত রাখে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি পণ্য নির্মাতা প্রতিষ্ঠানসমূহ। এরই ধারাবাহিকতায় বিশ্বখ্যাত অ্যাপল ইঙ্ক সম্প্রতি ঘোষণা দিয়েছে চীনে নতুন অনলাইন স্টোর চালু করার যেখানে ব্যবহৃত অ্যাপল পণ্য সামগ্রী নতুন পণ্যসমূহের তুলনায় কম মূল্যে বিক্রি করা হবে। বিশ্বজুড়ে জনপ্রিয় অ্যাপল পণ্যসমূহ বেশিসংখ্যক মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে নিয়ে আসতেই অ্যাপল এই সিদ্ধান্ত গ্রহণ করেছে বলে মন্তব্য করেন চীনে অ্যাপলের মুখপাত্র হুয়াং ইউনা। উল্লেখ্য, পূর্বে ব্যবহৃত অ্যাপল পণ্যসামগ্রীর মূল্য নতুন অ্যাপল পণ্য হতে প্রায় ২২ শতাংশ কম নির্ধারণ করা হয়েছে। মূলত যে সকল ক্রেতা অ্যাপলের পণ্য সামগ্রী ব্যবহার করতে আগ্রহী কিন্তু উচ্চমূল্যের কারণে পছন্দনীয় পণ্য ক্রয় করতে ব্যর্থ হন তাদের জন্য সাশ্রয়ী মূল্যে পূর্বে ব্যবহৃত অ্যাপল পণ্য সামগ্রী গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবে বলে অ্যাপল মনে করছে। পূর্বে ব্যবহৃত অ্যাপল পণ্য সামগ্রী বিক্রির পূর্বে অ্যাপল কর্তৃক ‘কোয়ালিটি টেস্ট’ করা হয়ে থাকে এবং এই সকল পণ্য সামগ্রী নতুন অ্যাপল পণ্যের ন্যায় কাজ করতে সক্ষম বলে জানিয়েছে অ্যাপল। ইতোপূর্বে অ্যাপল যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও জাপানে এই সুবিধা প্রদান করেছে। যুক্তরাষ্ট্রে গত মাসে বেস্ট বাই কোম্পানি অ্যাপলের ব্যবহৃত পণ্য বিক্রি শুরু করে যেখানে আইফোন থ্রিজি’র মূল্য নতুন আইফোন থ্রিজি’র মূল্যের চেয়ে ৫০ ইউএস ডলার কমমূল্যে বিক্রি করা হয়েছে। আশা করা হচ্ছে, পূর্বে ব্যবহৃত অ্যাপল পণ্যসামগ্রী কম মূল্যে প্রদানের কারণে অধিক সংখ্যক মানুষের কাছে অ্যাপলের পণ্যসামগ্রী পৌঁছে যাবে।

সৌজন্যে : দৈনিক ইত্তেফাক