বিশ্বের বৃহৎ তিনটি কনজ্যুমার ইলেকট্রনিক্স নির্মাতা প্রতিষ্ঠান শার্প, তোশিবা এবং প্যানাসনিক যৌথভাবে রিসাইক্লিং নেটওয়ার্ক চালু করেছে। মেয়াদ উত্তীর্ণ টেলিভিশন, কম্পিউটার, ল্যাপটপ, এমপিথ্রি প্লেয়ার, মোবাইল ফোনসহ অন্যান্য ইলেকট্রনিক্স যন্ত্রাদি যুক্তরাষ্ট্রের বিভিন্ন প্রান্ত হতে সংগ্রহ করে তা রিসাইক্লিন করা হবে। সম্পূর্ণ বিনামূল্যে এই সেবা প্রদান করা হবে এবং তিনটি প্রতিষ্ঠানের সমন্বয়ে গঠন করা হয়েছে ইলেকট্রনিক্স ম্যানুফেকচারার্স রিসাইক্লিং ম্যানেজমেন্ট কোম্পানি নামে নতুন প্রতিষ্ঠান। ইতোমধ্যে যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে ২৮০টি কালেকশন পয়েন্ট তৈরি করা হয়েছে।
সৌজন্যে : দৈনিক ইত্তেফাক