যুক্তরাষ্ট্রের সান-ফ্রান্সিসকোতে অবস্িথত অলাভজনক সংস্থা মাত্র ২২ জন কর্মকর্তা নিয়ে গঠিত উইকিপিডিয়া ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত অনলাইন বিশ্বকোষ উইকিপিডিয়া বর্তমানে বিশ্বের চতুর্থ জনপ্রিয় ওয়েবসাইট হিসেবে নির্বাচিত হয়েছে। ২০০১ সালে শুরু হওয়া উইকিপিডিয়াতে রয়েছে বিপুল পরিমাণ তথ্যের সমাহার, যা বর্তমানে বিশ্বের চতুর্থ জনপ্রিয় ওয়েবসাইট হিসেবে নির্বাচিত হয়েছে।সম্প্রতি ভারতের বেঙ্গালুরু ইন্টারন্যাশনাল সেন্টারে ‘উইকিপিডিয়া এবং মুক্ত সংস্কৃতি’ শীর্ষক এক সেমিনারে উইকিপিডিয়া ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা জিমি ওয়েলস বলেন, ‘উইকিপিডিয়া বর্তমানে সারা বিশ্বের মধ্যে অন্যতম একটি তথ্যসমৃদ্ধ ওয়েবসাইট, যেখানে ব্যবহারকারীর সংখ্যা বছরে ৬৮ কোটি ৪০ লাখ! বর্তমানে ভারতে জনপ্রিয় সেরা ওয়েবসাইটের মধ্যে উইকিপিডিয়ার অবস্থান দশম, ইরানে ১৩তম ও চীনে ৫৯তম। তবে এখানে মাইক্রোসফট কিংবা গুগলের মতো আমাদের অনেক কর্মী নেই। যারা উইকিপিডিয়াতে কাজ করে তারা স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে নিজের জ্ঞানকে অন্যদের মধ্যে ছড়িয়ে দিচ্ছে।’ এনসাইক্লোপিডিয়া অব ব্রিটানিকার সঙ্গে তুলনা করে তিনি বলেন, ‘উইকিপিডিয়াতে প্রতিটি লেখায় চারটি সমস্যা দেখা যায়, যেখানে ব্রিটানিকাতে তিনটি দেখা যায়। তবে আমরা কাজ করে যাচ্ছি।’ তিনি উইকিপিডিয়ার সাধারণ তথ্যসেবার পাশাপাশি ‘উইকি সার্চ’ নামে একটি সার্চ ইঞ্জিন চালুর ঘোষণা দেন।
সৌজন্যে : দৈনিক প্রথম আলো