চলতি ২০০৮ বছরটি উচ্চ প্রযুক্তিনির্ভর অপরাধীদের জন্য একটি দারুণ বছর হিসেবে কেটেছ বলা যায়। ২০০৭ সালে এই পেশাদার সাইবার অপরাধীদের উত্থান ঘটেছিল। ২০০৮ সালে তারা মনের সুখে অপরাধগুলো করেছে। সাইবার অপরাধ ঠেকাতে লড়াই চালিয়ে যাচ্ছে এমন কয়েকটি সংস্থা জানিয়েছে, গত ১২ মাসে কীভাবে সাইবার অপরাধীরা অপরাধগুলো সংঘটন করেছে। কম্পিউটার নিরাপত্তা ফার্ম সোফোস জানায়, সাইবার অপরাধীরা এ বছর প্রতিদিন ২০ হাজারেরও বেশি মারাত্মক কম্পিউটার ভাইরাস তৈরি করেছে। এসব ভাইরাস প্রতিদিনই কোনো না কোনো কম্পিউটারে হামলা চালিয়েছে। অপর নিরাপত্তা ফার্ম সিমানটেক জানায়, তাদের তৈরি অ্যান্টি ভাইরাস সফটওয়্যার ১০ লাখেরও বেশি ভাইরাসের হাত থেকে কম্পিউটারগুলোকে রক্ষা করছে। এই ভাইরাসগুলোর বেশির ভাগ তৈরি করা হয়েছে উইন্ডোজ অপারেটিং সিস্টেমে পরিচালিত পারসোনাল কম্পিউটারগুলোকে লক্ষ্য করে। ২০ বছরের বেশি সময় আগে ভাইরাস অর্থাৎ ক্ষতিকারক প্রোগ্রাম লেখা হলেও গত দুই-তিন বছরে ১০ লাখেরও বেশি ভাইরাস তৈরি হয়েছে। সাইবার অপরাধীরা এ বছর তাদের হামলার পদ্ধতিতেও পরিবর্তন এনেছে। আগে এসব ভাইরাস কম্পিউটারে ছড়িয়ে দেওয়া হতো ই-মেইলের মাধ্যমে। এ বছর ভাইরাসগুলো আক্রমণ চালায় ওয়েবপেইজের মাধ্যমে। অবস্থা মাঝখানে এমন দাঁড়িয়েছিল যে প্রতি সেকেন্ডে একটি করে ওয়েবসাইট ভাইরাসে আক্রান্ত হয়। সাইবার অপরাধীরা এ বছর গুরুত্বপূর্ণ ওয়েবসাইটগুলোতে হামলা চালিয়েছে।
সৌজন্যে : দৈনিক প্রথম আলো