সাধারণত কোনো ওয়েবসাইট দেখার সফটওয়্যারে (ব্রাউজার) হোমপেজ নির্দিষ্ট করা থাকলে যখন ব্রাউজারটি খোলা হয়, তখন স্বয়ংক্রিয়ভাবে সেই পেজটি খোলে। মজিলা ফায়ারফক্সে এক বা একাধিক হোমপেজ নির্বাচন করা যায়। এ জন্য ফায়ারফক্স খুলে টুলস থেকে অপশনে হোমপেজ অংশে পছন্দমতো ওয়েবসাইটের ঠিকানা স্পেস দিয়ে পাশাপাশি লিখে ওকে চাপতে হবে। এবার ফায়ারফক্সটি বন্ধ করে আবার খুললে সেই সাইটগুলো আলাদা ট্যাবে খুলবে।
সৌজন্যে : দৈনিক প্রথম আলো