বেসিস আয়োজিত সফটওয়্যার মেলায় ‘বেস্ট আইটি ইউজ অ্যাওয়ার্ড ২০০৯’ সম্মাননা পেল কম্পিউটার সোর্স লিমিটেড। পণ্যমান, বিপনন ও সার্ভিস সুবিধায় তথ্যপ্রযুক্তিতে শীর্ষ প্রতিষ্ঠান কম্পিউটার সোর্স যে আন্তর্জাতিক মানসম্পন্ন তারই স্বীকৃতি এই সম্মাননা। প্রতিষ্ঠানটি পণ্য সম্পর্কিত প্রায় সব কার্যক্রম যেমন ইনভেন্টরি ম্যানেজমেন্ট, চালান/বিল ইস্যু, ওয়ারেন্টি সার্ভিস, সেলস রিপোর্ট, ক্রেডিট কন্ট্রোল, ফিনান্সিয়াল রিপোর্ট, স্টক রেজিস্টারসহ যাবতীয় কাজ ইআরপি সফটওয়্যার-এর সাহায্যে করে থাকে। প্রতিষ্ঠানের পক্ষে পুরষ্কারটি গ্রহণ করেন মার্কেটিং ডিরেক্টর এস এম মহিবুল হাসান। উল্লেখ্য, ইআরপি সফটওয়্যারটি ডেভেলপ করে ডাটাবিজ লিমিটেড। উক্ত অনুষ্ঠানে কম্পিউটার সোর্স ছাড়াও আরও ছয়টি প্রতিষ্ঠান ছয়টি ভিন্ন ভিন্ন ক্যাটাগরিতে ‘বেস্ট আইটি ইউজ অ্যাওয়ার্ড ২০০৯’ পুরস্কারে ভূষিত হয়।