তথ্যপ্রযুক্তি শিল্পের বিকাশের ধারাবাহিকতায় উন্নত বিশ্বের বিভিন্ন দেশে সাম্প্রতিক সময়ে গুরুত্ব দেয়া হচ্ছে ইন্টারনেট ব্যবহারের সহজলভ্যতার বিষয়টিকে। ইন্টারনেট ভিত্তিক সমাজ ব্যবস্থা আগামী দিনের অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনে অগ্রণী ভূমিকা পালন করবে ধরণা করছে তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞরা। গত বৃহস্পতিবার যুক্তরাজ্যের সরকার ঘোষণা প্রদান করেছে, যুক্তরাজ্যে ইন্টারনেট ব্যবহারের সুযোগ দেশের সর্বত্র ছড়িয়ে দেয়ার পরিকল্পনা গ্রহণের। এরই ধারাবাহিকতায় যুক্তরাজ্যের প্রতিটি ঘরে দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা নিশ্চিত করবে যুক্তরাজ্য সরকার। গত বৃহস্পতিবার যুক্তরাজ্যের কালচারাল সেক্রেটারি এন্ডি বার্নহাম সেই দেশের হাউজ অব কমন্স-এ এই কার্যক্রম বাস্তবায়নের ঘোষণা প্রদান করেন। এই পরিকল্পনার আওতায় যুক্তরাজ্যের প্রতিটি ঘরে দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ প্রদান করা হবে ২০১২ সালের মধ্যে। সেই সাথে যুক্তরাজ্য সরকার তাদের প্রচেষ্টা অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে ডিজিটাল টেকনোলজি দেশের সর্বত্র সমানভাবে পরিচালিত করার। উল্লেখ্য, যুক্তরাজ্যে তথ্যপ্রযুক্তির বহুল ব্যবহার সাধনের লক্ষ্যে সারাদেশে তথ্যপ্রযুক্তি শিল্প সংশ্লিষ্ট সেবাসমূহ বিস্তারের ধারাবাহিকতায় সেই দেশের সরকার প্রতিনিয়ত চেষ্টা চালিয়ে যাচ্ছে। বিশেষ করে ২০১২ সালে যুক্তরাজ্যে অনুষ্ঠিতব্য অলিম্পিক গেমসের আগেই যুক্তরাজ্যে সর্বাধুনিক সকল প্রযুক্তি সেবা সেই দেশের জনগণের নিকট সহজলভ্য করার প্রচেষ্টা সরকারি পর্যায়ে বাস্তবায়নের লক্ষ্যে দ্রুত কাজ করে চলেছে সংশ্লিষ্ট বিভাগসমূহ। বেসরকারি উদ্যোগে পরিচালিত বিভিন্ন প্রযুক্তি সংশ্লিষ্ট সেবাসমূহ সর্বত্র ছড়িয়ে দিতে সরকারও সহায়তা করে চলেছে। প্রযুক্তি বিস্তার এবং এর ব্যবহারের মাধ্যমে আগামী দিনে নিজেদের তথ্যপ্রযুক্তি শিল্পে অবস্থান সমন্বিত রাখতে মূলত ইন্টারনেট ব্যবহারের সহজলভ্যতার বিষয়টিকে গুরুত্ব প্রদান করে চলেছে যুক্তরাজ্য সরকার।
সৌজন্যে : দৈনিক ইত্তেফাক