১৯৬০ সালে প্রচলন শুরু হয় কম্পিউটার নেটওয়ার্কিং এর জন্য মডেমের ব্যবহার।

এটিএন্ডটি ১৯৬০ সালে ডিজাইন করে কম্পিউটারের নেটওয়ার্কিং এর জন্য একটি প্রযুক্তি, যার নাম ছিল ডাটা ফোন। এই ডাটাফোন মূলত এক প্রকার মডেম হিসেবে কাজ করত এবং ডিজিটাল কম্পিউটারের ডাটাকে এনালগ সিগন্যালে রূপান্তর করে দূরবর্তী নেটওয়ার্কে প্রেরণ করত। পরবর্তীতে বেল ল্যাবরেটরিজ বাণিজ্যিক ভিত্তিতে এ ধরনের মডেম উৎপাদন করতে থাকে। পরবর্তীতে আমেরিকায় ও ইউরোপের বিভিন্ন দেশে এ প্রযুক্তি ব্যাপকভাবে ব্যবহৃত হতে থাকে।

সৌজন্যে : দৈনিক ইত্তেফাক