ডেনন এএইচ-ডি৫০০০, গ্রাডো ল্যাবস্ ডিএস-১০০০ আর আল্ট্রাসোন এডিসন৯-এই তিনটিই এমন মানের হেডফোন যা, শব্দ পুরো কান জুড়ে ছড়িয়ে দিতে পারে। এগুলো ঘরে বা অভ্যন্তরীণ ব্যবহারের জন্য তৈরি করা হলেও আপনার আইপডেও ব্যবহার করতে পারবেন।

ডেনন এইচ-ডি ৫০০০
হালকা ম্যাগনেসিয়াম ফ্রেম, কান বসানোর জন্য মেহগনি কাঠের ইয়ার কাপ, অত্যান্ত নরম চামড়ার ইয়ার প্যাড। সবকিছু মিলিয়ে ডেনন এইচ-ডি৫০০০ আপনাকে সত্যিকারের মজাটাই দিতে পারবে। ব্যবহার যোগ্য হেডফোন হিসেবে এটা খুবই আরামদায়ক আর খুব হালকা মাইক্রোফাইবার ডায়াফ্রাম নিঃসৃত সুক্ষ্ম ও পরিপূর্ণ শব্দ শ্রোতাদের উপহার দেয়। সংগীতপ্রেমীরা, যারা সংগীতের একদম ভেতরের মজা পেতে চান ডেনন এএইচ-ডি৫০০০ তাদের তুষ্ট করতে পারবে। এই হেডফোনটি প্রচুর বেস উৎপন্ন করতে পারে আর এটা মিউজিক ও হোম-থিয়েটার দু’টোর সাথেই সামঞ্জস্যপূর্ণভাবে ব্যবহার করা যায়।


গ্রাডো ল্যাবস্ ডিএস-১০০০
জন গ্রাডোর কিছুদিন আগে বের হওয়া হেডফোনটি তার পূর্ববর্তী মডেলগুলো থেকে একটা ভিন্নতা নিয়ে বাজারে এসেছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন ‘ক্যাশ’ এর মতো আউটলুকিং এখন আর নেই। বর্তমানের সাথে মিলিয়ে সমপরিমাণে আধুনিক স্টাইল, হাতের কাজ করা কাঠের ইয়ার কাপ সাথে বড়সর ফোমের ইয়ার প্যাড আর নিজস্ব মান-এসব মিলিয়েই জিএস-১০০০ অত্যন্ত নান্দনিক। সাথে বাড়তি পাওনা হল চামড়া দিয়ে বাঁধানো এর হেডব্যান্ড। জিএস১০০০ গ্রাডোর আগের অন্যান্য মডেল থেকে যথেষ্ট উন্নত। এর ইয়ার প্যাড একটু আকারে বড় হওয়ায় কানের উপর চাপ পড়ে কম। এর মন মাতানো সাউন্ডে আপনি বিমোহিত হবেন। মনে হতে পারে আছেন কোন কানসার্ট-এ। জিএস-১০০০ ব্যবহার করে আপনি নিজেই সারপ্রাইজ পেতে পারেন।


আল্ট্রাসোন এডিশন ৯
এডিশন ৯ এর ডিজাইন এমনভাবে করা হয়েছে এর ইয়ার কাপের পিছন দিকটা সম্পূর্ণ বন্ধ থাকে আর এ জন্য এতে ব্যবহার করা হয়েছে ইথিওপীয়ান চামড়ার ইয়ার প্যাড। যাতে করে গান শোনার সময় বাইরের অনাকাংখিত কোন শব্দ আসতে না পারে। এডিসন ৯ কানে লাগিয়ে সহনীয় মাত্রার চেয়ে উচ্চস্বরে গান শুনলেও এর ‘সাউন্ড ব্লক’ বিশেষত্বের কারণে আপনার পাশের জনকে একটুও বিরক্ত বোধ করতে হবে না। এর পিতলের ইয়ার কাপ এর উপর চকচকে ধাতুর পরত দেয়া বৈশিষ্ট্য মনে করিয়ে দেয় জার্মান ধাঁচের কোন ডিজাইনের কথা। যদিও অনেকের কাছে এ ডিজাইনটি অন্যরকম ঠেকতে পারে। এডিশন-৯ এর ইয়ার প্যাড প্রথম ব্যবহারে কানে অল্প চাপ সৃষ্টি করলেও কিছুদিন ব্যবহার করলে কোন সমস্যা সৃষ্টি হবে না। এডিশন ৯ এর চমৎকার ট্রেবল ও বেস্ সাউন্ড যা খুবই পরিষ্কার আর মচমচে ধরনের। আল্ট্রাসোন এডিশন গান শোনার ক্ষেত্রে আপনাকে পরিপূর্ণ তৃপ্তিই এনে দেবে।


সৌজন্যে : দৈনিক ইত্তেফাক