সফটওয়্যার ডেভেলপার ও আইটি প্রফেশনালদের জন্য আনুষ্ঠানিকভাবে বাংলাদেশে আইটি ডেভেলপার ও আইটি প্রফেশনালদের জন্য মাইক্রোসফট বাংলাদেশ দুইটি নতুন অনলাইন কমিউনিটি পোর্টাল চালু করেছে। এশিয়াতে আইসিটি কমিউনিটি সংক্রান্ত জ্ঞান সৃষ্টি ও বৃদ্ধির ক্ষেত্রে msdnbangladesh.net (ডেভেলপার)

technetbangladesh.net (আইটি প্রো) নামের এই পোর্টাল দুটি সহায়ক হবে। সেই সাথে এই পোর্টাল দু’টি বাংলাদেশে আইটি ইঞ্জিনিয়ারিং ও সফটওয়্যার ডেভেলপমেন্ট এর বিভিন্ন ক্ষেত্রকে আগামী দিনের জন্য উপযুক্ত করে তুলবে। এমএসডিএন ও টেকনেট নামের এই দুটি অনলাইন কমিউনিটি বাংলাদেশে আইটি ডেভেলপার ও আইটি প্রফেশনালদের এক বিশাল অংশের সাথে প্রত্যক্ষ যোগাযোগ করতে সক্ষম হবে বলে জানানো হয়। এমএসডিএন ও টেকনেট পোর্টাল দুটি এশিয়া প্যাসিফিক অঞ্চলের মাইক্রোসফট ব্যবহারকারী ও পার্টনার ইকোসিস্টেমের মাঝে যোগাযোগ বাড়ানোর ক্ষেত্রে বিনামূল্যে সদস্য হবার সুবিধা প্রদান করে থাকে। এই পোর্টালসমূহ বিভিন্ন ধরনের অনলাইন ব্লগ, ফোরাম, ইউজার গ্রুপ, উইকিস, মিডিয়া গ্যালারি, মিডিয়া স্ট্রিমিং, নিউজলেটার এবং জব পোস্টিং এর সুবিধা প্রদান করার মাধ্যমে ডেভেলপার ও আইটি প্রফেশনালদের মাঝে অনলাইন যোগাযোগ ও সহযোগিতার এক নতুন দিগন্তের সূচনা করবে। অনুষ্ঠানে মাইক্রোসফট রিজিওনাল এশিয়া’র ডেভেলপার এডভাইজার রিসম্যান আদনান এবং মাইক্রোসফট বাংলাদেশের সলিউশন ম্যানেজার এম মশিউর রহমান বক্তব্য রাখেন। রিসম্যান আদনান বলেন, ‘যখনই কোন নতুন সুনির্দিষ্ট অনলাইন কমিউনিটির দিগন্ত উন্মোচিত হয়, তখন মানুষ তাদের অভিজ্ঞতা ও সৃষ্টিশীল চিন্তাধারা পরস্পর আদান প্রদান করে।’ অনুষ্ঠানে মাইক্রোসফট বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার ফিরোজ মাহমুদ সহ দেশের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান ও বিশ্ববিদ্যালয়সমূহের আইটি প্রফেশনাল এবং ডেভেলপাররা উপস্থিত ছিলেন।