সারাবিশ্বে তুমুল জনপ্রিয় অনলাইন নির্ভর জব পোর্টাল ‘মনস্টার’ সম্প্রতি হ্যাকিং’র আক্রমণের শিকার হয়েছে এবং হ্যাকাররা এর ডাটাবেজে রক্ষিত কয়েক মিলিয়ন চাকরি প্রার্থীর সকল তথ্য চুরি করেছে। বিশ্বের ৩৬ টি দেশে চাকরি সংক্রান্ত তথ্য প্রদানকারী এই মনস্টারের রয়েছে কয়েক মিলিয়ন রেজিস্টার্ড চাকরি প্রার্থীর ডাটাবেজ। শুধুমাত্র যুক্তরাজ্যেই ৪.৫ মিলিয়ন রেজিস্টার্ড ব্যবহারকারী রয়েছে। হ্যাকাররা মনস্টারে রক্ষিত চাকরি প্রার্থীদের তথ্যসমূহ যেমন মনস্টার ব্যবহারের ইউজার আইডি ও পাসওয়ার্ড, ইমেইল এড্রেস, নাম, ফোন নাম্বারসহ ডেমোগ্রাফিক ডাটাসমূহ চুরি করেছে।