সম্প্রতি যুক্তরাষ্ট্রের পেটেন্ট এন্ড ট্রেড অফিস হতে বহুল প্রতীক্ষিত আইফোন টাচ্স্ক্রীন কন্ট্রোল পেটেন্ট অর্জন করতে সক্ষম হয়েছে অ্যাপল। গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের পেটেন্ট অফিস এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেবার মাধ্যমে অ্যাপল তার বিশ্বজুড়ে জনপ্রিয় আইফোন এবং আইপডের টাচ্ কমান্ড সমূহে ব্যবহৃত প্রযুক্তিসমূহের পেটেন্ট নিজেদের করে নিতে সক্ষম হয়। উল্লেখ্য, বর্তমান বিশ্বে টাচ্ কম্পিউটিং প্রযুক্তির বিস্তারের পাশাপাশি বৃদ্ধি পেয়ে চলেছে টাচ্স্ক্রীন প্রযুক্তি সম্বলিত পণ্যের ব্যবহার। এরই ধারাবাহিকতায় বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি পণ্য নির্মাতা প্রতিষ্ঠানসমূহ প্রতিনিয়তই টাচ্স্ক্রীন কন্ট্রোল প্রযুক্তি সম্পন্ন পণ্য তৈরি করে চলেছে। ফলে যুক্তরাষ্ট্রের পেটেন্ট অফিস হতে অ্যাপলের এই আইফোন এবং আইপডের টাচ্স্ক্রীন কন্ট্রোলের পেটেন্ট অর্জনকে বিশেষভাবে মূল্যায়ন করছে বিশেষজ্ঞরা। কেননা, এই পেটেন্ট অর্জনের মাধ্যমে অ্যাপল তাদের ব্যবসায়িক প্রতিযোগিদের তুলনায় নিজেকে এগিয়ে রাখতে সক্ষম হবে বলে ধারণা করা হচ্ছে। অ্যাপলের চীফ অপারেটিং অফিসার টিম কুক পেটেন্ট প্রাপ্তিতে সন্তোষ প্রকাশ করে বলেন, ‘প্রতিযোগিতাময় প্রযুক্তি বিশ্বে এই পেটেন্ট অর্জনের মাধ্যমে অ্যাপল অন্যান্য প্রতিষ্ঠান হতে নিজেদেরকে কয়েক বছর এগিয়ে নিতে সক্ষম হয়েছে। পেটেন্ট অর্জন মূলত আমাদের সফলতার স্বীকৃতি। আমরা আশা করছি, অচিরেই টাচ্স্ক্রীন কন্ট্রোল প্রযুক্তির নবতর সংযোজনের মাধ্যমে টাচ্স্ক্রীন প্রযুক্তিকে মানুষের কল্যাণে অধিকতর সহজলভ্য করতে সক্ষম হবো।’ সারাবিশ্বজুড়ে সাম্প্রতিক সময়ে টাচ্স্ক্রীন কন্ট্রোল প্রযুক্তি জনপ্রিয়তা অর্জন করার পরিপ্রেক্ষিতে অ্যাপলের আইফোন টাচ্স্ক্রীন কন্ট্রোলের পেটেন্ট লাভ করার মাধ্যমে তাদের উন্নয়নকৃত প্রযুক্তিসমূহ অন্যকোন প্রতিষ্ঠান ব্যবহার করতে পারবে না। সেই সাথে অ্যাপল তাদের প্রযুক্তি কেউ ব্যবহার করলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে পারবে।

সৌজন্যে : দৈনিক ইত্তেফাক