অভিযাত্রীদের সংগঠন নর্থ আলপাইন ক্লাব বাংলাদেশ (এনএসিবি) প্রকাশিত মাসিক পত্রিকা ‘অভিযাত্রী’ এখন থেকে বাংলাদেশ ইনফো ওয়েব পোর্টালে (www.bangladeshinfo.com) পাওয়া যাবে। বাংলাদেশ ইনফো সম্প্রতি ক্লাবটির ওয়েব মিডিয়া পার্টনার হয়েছে। পোর্টালটিতে ‘এনএসিবি নিউজলেটার’ নামে একটি বিভাগও থাকছে।