ব্রিটেনের রানি এলিজাবেথ তাঁর ওয়েবসাইটটি পরিমার্জন করে নতুনভাবে চালু করতে যাচ্ছেন। বাকিংহাম প্যালেসের অভ্যর্থনাকক্ষে ওয়েবসাইটটির উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের জনক স্যার টিম বার্নার্স লি। এ সময় তিনি সংক্ষিপ্ত ভাষণও দেবেন। ১৯৯৭ সালে প্রথম রাজকীয় এই সাইট চালু করা হয়। ১২ বছর পর রাজপরিবারের আরও নতুন তথ্য, ভিডিও ও ঐতিহাসিক দলিল সংযোজন করে ওয়েবসাইটটি পুনরায় চালু করা হবে। ওয়েবসাইটের ঠিকানা হচ্ছে: রাজপরিবারের একটি সুত্র জানায়, নতুনভাবে চালু করা ওয়েবসাইটটি দেখতে একদম অন্য রকম হবে। একুশ শতকের উপযোগী করে ওয়েবসাইটটি সাজানো হয়েছে। এতে এমন সব বিষয়বস্তু সংযোজন করা হয়েছে, যা আগে কখনো দেখা যায়নি। নতুন প্রজন্েনর কাছে ওয়েবসাইটটি ব্যাপক জনপ্রিয় হবে বলে রাজপরিবার আশা করছে। ওই সুত্র আরও জানায়, গত কয়েক বছরে রানি নতুন নতুন প্রযুক্তি ব্যবহার করছেন। এক দিনের অনেকটা সময় তিনি ইন্টারনেটের সামনে বসে কাটান। তাঁর সন্তান ও নাতি-নাতনিরা তাঁকে আধুনিক বিভিন্ন প্রযুক্তির সঙ্গে পরিচিত হতে সাহায্য করে। রানি ইতিমধ্যে গুগলের ছবি ও ভিডিও দেখার ওয়েবসাইট ইউটিউবে একটি চ্যানেল খুলেছেন। রানির স্বামী ৮৭ বছর বয়সী প্রিন্স ফিলিপও প্রযুক্তির ব্যবহার করছেন। তিনিও রাজকীয় ওয়েবসাইট পুনরায় চালু করার ব্যাপারে যথেষ্ট উৎসাহ বোধ করছেন। বর্তমানে রানি এলিজাবেথের ওয়েবসাইট প্রতি সপ্তাহে প্রায় আড়াই লাখবার দেখা হয়।

সৌজন্যে : দৈনিক প্রথম আলো