বিশ্বজুড়ে জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগল ইঙ্ক গত বুধবার অগণিত গুগল ব্যবহারকারীদের কল্যাণে তাদের পরিচিত ব্যক্তিদের মোবাইল ফোন ট্র্যাক করতে সক্ষম টুল চালুর ঘোষণা প্রদান করেছে। গুগলের ‘ল্যাটিচুড’ টুলটি বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা ২৭টি দেশের গুগল ব্যবহার কারীদের তাদের পরিচিত ব্যক্তিদের মোবাইল ফোনের অবস্থান নিরূপণের সুযোগ করে দেবার মাধ্যমে সার্বক্ষণিক প্রিয়জনদের সম্বন্ধে তথ্যগ্রহণের সুযোগ করে দিয়েছে। গুগলের এই নতুন সেবা গুগল ব্যবহারকারীদের তাদের প্রিয়জনদের সাথে সোশ্যাল নেটওয়ার্কিং এর সুযোগ প্রদান করবে বলে আশা করছে গুগল কর্তৃপক্ষ। বিশেষ করে যে সকল অভিভাবকরা তাদের সন্তানদের বিষয়ে সবসময় চিন্তিত থাকেন তারা গুগলের এই নতুন সেবা গ্রহণের মাধ্যমে যে কোন অবস্থানে থেকেই তাদের কম্পিউটার অথবা মোবাইল ফোন ব্যবহারের মাধ্যমে সন্তানদের মোবাইল ফোন ট্র্যাকের মাধ্যমে অবস্থান সম্পর্কে সচেতন হতে সক্ষম হবে। গুগলের এই নতুন সেবা গ্রহন করতে হলে একজন ব্যক্তিকে পূর্বেই নিজের নাম এবং পরিচিত ব্যক্তিদের নাম নিবন্ধন করতে হবে। তবে একজন ব্যক্তির পরিচিত ব্যক্তিদের তালিকায় যে সকল ব্যক্তি রয়েছে তাদের প্রত্যেকেরই সম্মতি প্রদান করতে হবে এই সার্ভিস ব্যবহার করতে হলে। প্রায় ৩০টি ভাষাতে গুগলের এই নতুন সেবা সহজলভ্য হলেও বর্তমানে শুধুমাত্র যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, অস্টিয়া, বেলজিয়াম, ব্রাজিল, কানাডা, চিলি, চেক রিপাবলিক, ডেনমার্ক, ফিনল্যান্ড, ফ্রান্স, জার্মানি, ভারত, ইটালি, লিথুনিয়া, নেদারল্যান্ড, নিউজিল্যান্ড, নরওয়ে, পোল্যান্ড, পর্তুগাল, রাশিয়া, স্পেন, সুইডেন, সুইজারল্যান্ড, তাইওয়ানে বসবাসকারী ব্যক্তিরা ব্যবহার করতে সক্ষম হবে।
সৌজন্যে : দৈনিক ইত্তেফাক
মোবাইল ব্যবহারকারীদের অবস্থান নির্ধারণ করার সুযোগ গুগলের ‘ল্যাটিচুড’ টুল ব্যবহারের মাধ্যমে
Posted by
Admin |
9:05 PM



