বিশ্বের অন্যতম জনপ্রিয় অনলাইন ভিত্তিক ভিডিও সাইট ইউটিউব ব্যবহারকারীর সংখ্যা সম্প্রতি ২৪ মিলিয়নে উন্নীত হয়েছে বলে জানিয়েছে কমস্কোর। বিশ্বজুড়ে অনলাইন ভিত্তিক কর্মকান্ডের উপর জরিপ পরিচালনার মাধ্যমে কমস্কোর জানিয়েছে প্রতি মাসে সারাবিশ্বে প্রায় ৩০ মিলিয়ন ব্যক্তি অনলাইনে ভিডিও ক্লিপ দেখে থাকে যার মধ্যে জনপ্রিয় ভিডিও শেয়ারিং সাইট ইউটিউব ব্যবহারকারীর সংখ্যা ২৪ মিলিয়ন। ফলে বিশ্বের মোট অনলাইনভিত্তিক ভিডিও শিল্পের প্রায় ৭৭ শতাংশই ইউটিউবের দখলে বলে মনে করছে কমস্কোর। কমস্কোরের পরিচালিত এই জরিপে ইউটিউবের ব্যবহারকারীর সংখ্যা ২৪ মিলিয়ন হওয়ায় এটিকে ইউটিউবের জন্য রেকর্ড সংখ্যক ব্যবহারকারীর সংখ্যা হিসেবে গণ্য করা হচ্ছে। ফলে ইউটিউবের অনলাইন ভিত্তিক বিজ্ঞাপন আয় অন্যান্য যেকোন অনলাইন ভিডিও সাইট হতে অনেক বেশি বলে মনে করছে কমস্কোর। ফলে অন্যতম ব্যবসাসফল ভিডিও সাইট হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করেছে ইউটিউব।
সৌজন্যে : দৈনিক ইত্তেফাক