ক্ষতিকর কনফিকার ওয়ার্ম সৃষ্টি ও তা ছড়িয়ে দেওয়ার পেছনে যে ব্যক্তি রয়েছেন, তাঁকে ধরিয়ে দেওয়ার জন্য আড়াই লাখ ডলার পুরস্কার ঘোষণা করেছে শীর্ষ সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান মাইক্রোসফট করপোরেশন। গত বছরের অক্টোবর মাসে কনফিকার ওয়ার্ম প্রথম কম্পিউটারে আঘাত হানে। গত সাড়ে তিন মাসে এটি এক কোটিরও বেশি কম্পিউটারে ছড়িয়ে পড়ে। মাইক্রোসফটের ট্রাস্টওয়ার্দি কম্পিউটিং গ্রুপের কর্মকর্তা জর্জ স্টাথাকোপুলাস বলেন, ‘যে ব্যক্তি এই ক্ষতিকর প্রোগ্রাম লিখেছেন, তাঁকে এ জন্য জবাবদিহি করতে হবে। আমরা জানি না, তাঁর আসল উদ্দেশ্য কী ছিল। আমরা তাঁকে ধরিয়ে দেওয়ার জন্য নগদ অর্থ পুরস্কার ঘোষণা করেছি এ জন্য যে, আমাদের দৃষ্টিতে এটা অপরাধমূলক হামলা।’ তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠান আরবার নেটওয়ার্কস জানায়, কনফিকার ওয়ার্ম কমপক্ষে এক কোটি ২০ লাখ কম্পিউটারে আঘাত হেনেছে। ওয়ার্ম আঘাত হানায় অনেক কম্পিউটার অকেজো হয়ে পড়ে। এতে করে গ্রাহকেরা ক্ষতিগ্রস্ত হয়। অ্যান্টিভাইরাস সফটওয়্যার নেই এমন সব কম্পিউটারে এই ওয়ার্ম সহজেই ছড়িয়ে পড়ে। এটি নিজে নিজে এক কম্পিউটার থেকে আরেক কম্পিউটারে ছড়িয়ে পড়তে পারে। ইন্টারনেট, ইউএসবি মেমোরি ড্রাইভ বা ইউএসবি ফ্ল্যাশ ড্রাইভের মাধ্যমেও ওয়ার্মটি ছড়িয়ে পড়তে পারে। বিশেষজ্ঞরা বলেছেন, এই ক্ষতিকর ওয়ার্মের হাত থেকে বাঁচতে হলে কম্পিউটার ব্যবহারকারীদের মাইক্রোসফটের অ্যান্টিভাইরাস সফটওয়্যার ইনস্টল করতে হবে।

সৌজন্যে : দৈনিক প্রথম আলো