পিরোজপুরের কাউখালীতে তথ্যপ্রযুক্তিভিত্তিক স্তন ক্যান্সার রোগীদের তথ্যভান্ডার (ডেটাবেইস), স্তন ক্যান্সার নিরীক্ষা ও পরামর্শ কর্মসুচি চালু করা হয়েছে। আমাদের গ্রাম উন্নয়নের জন্য তথ্যপ্রযুক্তি প্রকল্প কাউখালী উপজেলায় স্থানীয় ডা. ধীরেন শিকদার ফউন্ডেশনের সঙ্গে যৌথভাবে এ কর্মসুচি পরিচালনা করবে। পাশাপাশি আমাদের গ্রামের তথ্যপ্রযুক্তিভিত্তিক অন্যান্য কর্মসুচিও চলবে।গত শুক্রবার পিরোজপুরের জেলা প্রশাসক তাজুল ইসলাম স্তন ক্যান্সার নিরীক্ষা ও পরামর্শকেন্দ্রের উদ্বোধন করেন। এ সময় তিনি বলেন, এই কর্মসুচির ফলে দক্ষিণাঞ্চলের নদীঘেরা এই প্রত্যন্ত এলাকার সুবিধাবঞ্চিত মানুষ প্রযুক্তির শিক্ষা ও সেবার সুযোগ পাবে। এটি একটি মাইলফলক হয়ে থাকবে বলে তিনি মন্তব্য করেন।অনুষ্ঠানের বিশেষ অতিথি মুক্তিযুদ্ধের ৯ নম্বর সেক্টরের উপ-অধিনায়ক মেজর (অব.) জিয়াউদ্দিন বলেন, মুক্তিযুদ্ধের স্নৃতিবিজড়িত এই অঞ্চলে আধুনিক উন্নয়নের যে সুচনা হলো, তা ধরে রাখতে হবে। যাতে বিজ্ঞান ও প্রযুক্তির সুবিধা গ্রামের মানুষ পায়। অনুষ্ঠানে আমাদের গ্রামের পরিচালক রেজা সেলিম ও কাউখালীর উপজেলা নির্বাহী কর্মকর্তা আনোয়ারুল ইসলাম সরকারসহ অনেকে বক্তৃতা করেন।
সৌজন্যে : দৈনিক প্রথম আলো