মোবাইল ফোনের সবচেয়ে বড় মেলা মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস গতকাল সোমবার স্পেনের বার্সেলোনায় শুরু হয়েছে। মোবাইল ফোনের শিল্পের হাজার হাজার পেশাজীবী এ সম্মেলনে যোগ দিয়েছেন। তাঁরা নতুন নতুন হ্যান্ডসেট ও গ্যাজেটের ঘোষণা দেবেন বলে ধারণা করা হচ্ছে। বিশ্বজুড়ে মন্দা অর্থনীতির প্রেক্ষাপটে মোবাইল ফোনের বিক্রি অনেক কমে গেছে। নকিয়া জানায়, ২০০৮ সালে হ্যান্ডসেটের বিক্রি ১৫ শতাংশ কমে যায়। প্রতিষ্ঠানটির আশঙ্কা, এ বছর হ্যান্ডসেটের বিক্রি আরও ১০ শতাংশ কমবে। এমন পরিস্িথতিতে এবারের এই মোবাইল মেলা এই শিল্পের লোকজনের মনে আশার সঞ্চার করেছে। জিএসএম অ্যাসোসিয়েশন এর আয়োজক।আশা করা হচ্ছে, ৫০ হাজারেরও বেশিদর্শক মেলায় আসবে। জিএসএম অ্যাসোসিয়েশনের একজন কর্মকর্তা বলেন, বিশ্বজুড়ে প্রতিটি লোকের দৈনন্দিন জীবনে মোবাইল ফোন একটি অপরিহার্য বস্তু। এর কোনো বিকল্প নেই। কাজেই এ ধরনের মেলা সবার কাজে আসবে। লোকজন মেলায় এসে জানতে পারবে নতুন নতুন প্রযুক্তিসংবলিত মোবাইল ফোনের কথা। এ নিয়ে পর পর চার বছর এই মোবাইল মেলার আয়োজন করা হলো। মেলার প্রথম দিনে গতকাল শীর্ষ সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান মাইক্রোসফট করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা স্টিভ বালমার প্রতিষ্ঠানের মোবাইল কৌশলের সঙ্গে সবাইকে পরিচয় করিয়ে দেন। তিনি মাইক্রোসফটের মোবাইল ফোন মাইফোনের গুণাগুণও বর্ণনা করেন। জিএসএম ওয়ার্ল্ড কংগ্রেসে বাংলাদেশি প্রতিষ্ঠান রিভ সিস্টেমস মোবাইল ফোন থেকে ভিওআইপি কল করার সফটওয়্যার আইটেল মোবাইল ডায়ালার প্রদর্শন করছে।
সৌজন্যে : দৈনিক প্রথম আলো



