বিভিন্ন ধরনের যানবাহনকে সুরক্ষিত রাখা এবং এটিকে চুরির হাত থেকে রক্ষার জন্য মোবাইল ডটকম এ দেশের বাজারে এনেছে মোবাইল কার ট্রেকার (এমসিটি) সার্ভিস। গত রোববার ঢাকায় মোবাইল ডট কম আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয় এবং উপস্িথত সবাইকে এ প্রযুক্তির সামনে পরিচয় করিয়ে দেওয়া হয়। এ সংবাদ সম্মেলনে মোবাইল ডটকমের চেয়ারম্যান আফরিন আনোয়ার, ব্যবস্থাপনা পরিচালক আনোয়ার হোসেনসহ প্রতিষ্ঠানটির অন্যান্য কর্মকর্তা উপস্িথত ছিলেন। মোবাইল ডটকমের চেয়ারম্যান আফরিন আনোয়ার বলেন, ‘বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তিগত যানবাহনের নিরাপত্তা নিয়ে আমরা অনেকেই চিন্তিত। ইতিমধ্যে গাড়ি চুরির ঘটনাও বেড়েছে। স্বল্পমূল্যের এ প্রযুক্তিটি দিতে পারছে আপনার মূল্যবান গাড়িটির নিরাপত্তা।’ তিনি এ প্রযুক্তিকে উপস্থাপনা অত্যন্ত প্রয়োজনীয় ও সময়োপযোগী বলে উল্লেখ করেন। ব্যবস্থাপনা পরিচালক আনোয়ার হোসেন বলেন, ‘আমরা শুধু বাণিজ্যই নয়, নিয়মিত সেবা দেওয়ার জন্যও অঙ্গীকারবদ্ধ।’ এ প্রযুক্তিতে মূলত উপগ্রহের সাহায্যে প্রতি মুহুর্তে গাড়ি বা যানবাহনের অবস্থান শনাক্ত করা যাবে। দিন শেষে গাড়িটি কত কিলোমিটার পর্যন্ত চলেছে, তাও নির্ণয় করা যাবে। এ ছাড়া গাড়িতে অবস্থান না করেও গাড়িটি নিয়ন্ত্রণ করা যাবে। এমনকি ইঞ্জিনও বন্ধ করা যাবে এ প্রযুক্তির মাধ্যমে। গাড়ি চালকের সব ধরনের নিয়মশৃঙ্খলা সম্পর্কে সচেতন করা যাবে এর মাধ্যমে। গাড়িতে অস্বাভাবিক কিছু ঘটলে গ্রাহক তা মোবাইলে স্বয়ংক্রিয়ভাবে জেনে যাবে এর মাধ্যমে। এ প্রযুক্তিতে গাড়িতে বসানো একটি যন্ত্রকে মোবাইল ডটকমের নিজস্ব একটি সার্ভার থেকে নিয়ন্ত্রণ করা হবে। গাড়ির সব খবরাখবর গ্রাহককে সার্বক্ষণিক মোবাইল বার্তার মাধ্যমে জানিয়ে দেওয়া যাবে। চীনের ডিজিটাল টেকনোলজি ও মোবাইল ডটকমের যৌথ উদ্যোগে মোবাইল কার ট্রেকার প্রযুক্তিটি বাজারে আসছে। আগামী মার্চ মাসে ঢাকায় এ সেবা চালু হতে পারে।পরবর্তী সময়ে সব বিভাগীয় শহরে এটি বিস্তার করা হবে বলে জানানো হয়।
সৌজন্যে : দৈনিক প্রথম আলো