কবি নির্মলেন্দু গুণের হাতে চালু হলো ঐতিহ্যবাহী নেত্রকোনা সাহিত্য সমাজের ওয়েবসাইট (www.netrokonashahittosomaj.com) গত শুক্রবার সন্ধ্যায় সাহিত্য সমাজের ত্রয়োদশ বসন্তকালীন সাহিত্য উৎসব ও খালেকদাদ চৌধুরী সাহিত্য পুরস্কার প্রদান অনুষ্ঠানে ল্যাপটপ কম্পিউটারে বোতাম চেপে নির্মলেন্দু গুণ ওয়েবসাইটটির উদ্বোধন করেন। এ সময় মঞ্চে উপস্িথত ছিলেন সাহিত্য সমাজের দেওয়া চলতি বছরের খালেকদাদ চৌধুরী সাহিত্য পুরস্কার পাওয়া কথাসাহিত্যিক আনিসুল হক, স্বাবলম্বী উন্নয়ন সমিতির নির্বাহী পরিচালক বেগম রোকেয়া, সাহিত্য সমাজের সভাপতি কামরুজ্জামান চৌধুরী, সাধারণ সম্পাদক সাইফুল্লাহ এমরান, সদস্য হাসানুজ্জামান সাকীসহ অনেকে।ওয়েবসাইটটির নির্মাতা শাহ মাহফুজুল হক সৈকত জানান, প্রাথমিকভাবে উৎসব উপলক্ষে ওয়েবসাইট যাত্রা শুরু করলেও এর নির্মাণকাজ এখনো চলছে। শিগগিরই ইন্টারনেটে এর পূর্ণাঙ্গ সংস্করণ প্রকাশ করা হবে। সাইটটিতে থাকবে নেত্রকোনা সাহিত্য সমাজের ইতিহাস, বসন্তকালীন সাহিত্য উৎসব, নেত্রকোনার সাহিত্য ও সংস্কৃতি চর্চার ইতিহাস ইত্যাদি। এতে এ পর্যন্ত খালেকদাদ চৌধুরী সাহিত্য পুরস্কার পাওয়া গুণীজনদের কথা এবং তাঁদের সংক্ষিপ্ত জীবনীও থাকবে। এ ছাড়া সাইটটিতে থাকবে খালেকদাদ চৌধুরীর জীবনবৃত্তান্ত, নেত্রকোনার বিভিন্ন দর্শনীয় স্থানের ছবি ইত্যাদি।