বাংলাদেশের জাতীয় ওয়েব পোর্টাল বাংলাদেশ ডট গভ ডট বিডিতে (www.bangladesh.gov.bd) পরীক্ষামূলকভাবে বাংলায় চালু হয়েছে। ইন্টারনেটে মূল ওয়েব পোর্টালটিতে যাওয়ার পর বাংলা একটি সংযুক্তি রয়েছে। এই সংযুক্তিতে ঢুকলেই পুরো বাংলায় দেখা যাবে জাতীয় এই ওয়েব পোর্টালটি। এতে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রিপরিষদ, জাতীয় সংসদ, বিচারব্যবস্থা, সাংবিধানিক সংস্থা, মন্ত্রণালয় ও বিভাগ, নাগরিক সেবা, ব্যবসায়িক সেবা ও সার্কুলারের সংযুক্তি রয়েছে। সংশ্লিষ্ট সব তথ্যই বাংলায় দেওয়া হয়েছে। প্রতিটি সংযুক্তির লেখা শেষে রয়েছে সংশ্লিষ্ট বিভাগের প্রয়োজনীয় অন্যান্য প্রতিষ্ঠানের আরও কিছু ওয়েব সংযুক্তি। এই পোর্টাল প্রধানমন্ত্রীর কার্যালয়ের অ্যাকসেস টু ইনফরমেশন প্রকল্পের আওতায় তৈরি করা হয়েছে। এ প্রকল্পের কর্মসুচি বাস্তবায়ন বিশেষজ্ঞ মুনির হাসান জানান, বেশ কিছুদিন ধরে জাতীয় ওয়েব পোর্টালকে পর্যায়ক্রমে বাংলা ভাষায় রূপান্তরের কাজ চলছিল। সম্প্রতি পরীক্ষামূলকভাবে বাংলা চালু করা হয়েছে এবং অচিরে সম্পুর্ণভাবে বাংলা চালু করা হবে। আগামীতে বাংলাভাষায় হবে মূল পোর্টাল। তবে প্রয়োজনীয় তথ্যের ইংরেজি সংস্করণও থাকবে। রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও মন্ত্রিপরিষদ বিভাগের যথাক্রমে রাষ্ট্রপতির সংক্ষিপ্ত পরিচিতি, প্রধানমন্ত্রীর সংক্ষিপ্ত পরিচিতি এবং মন্ত্রিপরিষদের সদস্যদের নাম ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের নাম এই পোর্টালে রয়েছে বাংলায়। রয়েছে প্রশ্ন-উত্তর বিভাগ। এ ওয়েবসাইট তৈরির উদ্দেশ্য, কী কী তথ্য পাওয়া যাবে, প্রতিদিনের মুদ্রার হার, সরকারি প্রজ্ঞাপন, পোস্টাল কোডসহ আরও নানা তথ্য পাওয়া যাবে বাংলায়। পাশাপাশি এ পোর্টালে বাংলায় বর্তমানের আলোচিত সংবাদ, পর্যটনের খবর, জনসেবার খবরসহ রয়েছে জাতীয় পরিসংখ্যান। নাগরিক সেবা লিংকে কৃষি থেকে শুরু করে বাংলাদেশের দুর্যোগ ব্যবস্থাপনা, ড্রাইভিং লাইসেন্স, বাংলাদেশের শিক্ষাব্যবস্থা, স্বাস্থ্যব্যবস্থা, আয়কর, আইনশৃঙ্খলা, পাসপোর্ট, ভিসা, পরিষেবা বিল দেওয়ার পদ্ধতি বাংলায় রয়েছে; যা দেখে গ্রাহকেরা সহজে সুবিধা পেতে পারবে। একইভাবে ব্যবসা বিভাগে নতুন ব্যাংক হিসাব খোলার পদ্ধতি, শেয়ারবাজারের খবর, বৈদেশিক বিনিয়োগ সুবিধা, নতুন ব্যবসা এবং নতুন উদ্যোক্তাদের জন্য প্রয়োজনীয় নানা তথ্যও দেওয়া আছে বাংলায়। গ্রাহকেরা বাংলা অথবা ইংরেজি বাটনে ক্লিক করে যেকোনো একটি ভাষায় সুবিধা পেতে পারবে। পোর্টালে সরকারি সার্কুলার এবং গেজেটগুলোও রয়েছে বাংলায়। সব মিলিয়ে বাংলায় জাতীয় ওয়েব পোর্টালের মাধ্যমে একজন গ্রাহক সহজে পেতে পারবে প্রয়োজনীয় তথ্য।