চাকরিতে আইটি সার্টিফিকেশনের অনেক প্রয়োজনীয়তা আছে, এসবের মূল্যায়নও যথাযথই হয়। এসবের গুরুত্ব অপরিসীম, চাকরির প্রমোশনে ও জব এনরিচমেন্টে আইটি সার্টিফিকেশনের বিকল্প নেই। তবে এসব আইটি সার্টিফিকেশন নিয়ে বিরক্তের শেষ নেই- একেক পক্ষ এর বিষয়াবলীকে গুরুত্ব দেয় অন্য পক্ষ তা আবার দেয় না। এসবের যথার্থ তালিকা নিরূপণ করা নিয়ে মতানৈক্য রয়েছে। বর্তমান সময়ে দশটি আইটি সার্টিফিকেশন সকল বিতর্কের উর্ধ্বে থেকে সর্বশ্রেষ্ঠের তালিকায় রয়েছে সেগুলো হলো- ১. এমসিআইটিপি ২. এমসিটিএস ৩. সিকিউরিটি প্লাস ৪. এমসিপিডি ৫. সিসিএনএ ৬. এপ্লাস ৭. পিএমপি ৮. এমপিএসই/এমসিএসএ ৯. সিআইএসএসপি ১০. লিনাক্স প্লাস।
১. এমসিআইটিপি : এই নতুন প্রজন্মের ‘মাইক্রোসফট সার্টিফাইড আইটি প্রফেশনাল ক্রিডেনশিয়াল’-যা হচ্ছে বর্তমানে মাইক্রোসফটের সবচেয়ে বড় প্রমাণ পত্র এটি সব ধরনের আইটি প্রফেশনালদের জন্য কার্যকরী ও বাস্তবিক। চাকরির সাথে সামঞ্জস্যপূর্ণ, এতে বিভিন্ন স্তরে পরীক্ষার মাধ্যমে পাস করে এ প্রমাণপত্র নিতে হবে। ডাটাবেজ ডেভেলপার, ডাটাবেজ এডমিনিস্ট্রেটর এন্টারপ্রাইজ মেসেজিং এডমিনিস্ট্রেটর, সার্ভার নিয়ন্ত্রক সবার জন্যই এটি প্রযোজ্য।
২. এমসিটিএস : মাইক্রোসফট সার্টিফাইড টেকনোলজি স্পেশালিস্ট বা এমসিটিএস-আইটি স্টাফদের জন্য, বিশেষত ইনস্টলিং, রক্ষণাবেক্ষণ ও ট্রাবলশুটিং এ খুবই উপকারী। সুনির্দিষ্ট ক্ষেত্রে বিশেষজ্ঞদের জন্য এটি নকশা করা হয়েছে যেমন এসকিউএল সার্ভার বিজনেস ইন্টিলিজেন্স, ডাটাবেজ তৈরি, এসকিউএল সার্ভার রক্ষণাবেক্ষণ ও নিয়ন্ত্রণে এটি অত্যাবশ্যকীয়।
৩. সিকিউরিটি প্লাস : কম্পিউটার সিকিউরিটি প্লাস মূলত সিকিউরিটি প্রফেশনালদের জন্য ডিজাইনকৃত। এখানে নিরাপত্তা ক্ষেত্রে সর্বোচ্চ নিশ্চয়তা প্রদান না করা গেলেও সময়োপযোগী শিক্ষার ব্যবস্খা করা হয়েছে। যার মধ্যে রয়েছে সিস্টেম সিকিউরিটি, নেটওয়ার্ক অবকাঠামো, একসেস নিয়ন্ত্রণ, অডিটিং এবং অর্গানাইজেশনাল সিকিউরিটি বিষয়াবলী।
৪. এমসিপিডি : মাইক্রোসফট সার্টিফাইড প্রফেশনাল ক্রিডেনশিয়াল মূলত ডেভেলপারের দক্ষতা, যোগ্যতা ও গ্রহণযোগ্যতা বৃদ্ধির জন্য তিনস্তরের সাজানো নতুন প্রজন্মের সার্টিফিকেট। এ কোর্সে ডেভেলপারের সফটওয়্যার সংক্রান্ত সমস্যার সমাধান ও সফটওয়্যার তৈরির ক্ষমতা যাচাই ও আধুনিকায়ন করা হয় যাতে ভিজ্যুয়াল স্টুডিও ২০০৮ এবং মাইক্রোসফট ডট নেট ফেন্সমওয়ার্ক ৩.৫ যথাযথ ব্যবহারে পারদর্শী হয়। এতে মূলত ব্যবসায়িক কার্যাদি সম্পাদনের জন্য প্রয়োজনীয় জ্ঞান দেয়া হয় আইটি কর্মকর্তাদের।
৫. সিসিএনএ : সিসকো সার্টিফাইড ইন্টারনেট ওয়ার্ক এক্সপার্ট বা সিসিআইই যদিও সিসকোর সব গৌরবের অংশীদার- তবে নতুন এই সিসকো সার্টিফাইড নেটওয়ার্ক এসোসিয়েট বা সিসিএনএ পূর্বের সকলের চেয়ে ভাল। সিসিআইই এর চেয়ে এটি বেশি আধুনিক ও সময়োপযোগী। সিসিএনএ টেকনো বিশেষজ্ঞদের নেটওয়ার্ক স্কিল উন্নয়নে সর্বাধিক সহায়তা সহ সর্বশেষ প্রযুক্তির নেটওয়ার্ক জ্ঞান প্রদান করবে।
৬. এ প্লাস : বর্তমানে একসাথে হার্ডওয়্যার ও সাপোর্ট স্কিল সম্পন্ন আইটি এক্সপার্ট পাওয়া মুশকিল। এ বিষয়ে সম্যক জ্ঞান নিতে দরকার এপ্লাস সমন্নয় আইটি এক্সপার্ট। বর্তমানে সাপোর্ট বিশেষজ্ঞদের প্রয়োজনীয়তার শেষ নেই। তাই ডেস্কটপ ইন্সটলেশন, সমস্যা নির্ধারণ ও নিরূপণ, প্রতিরোধমূলক ব্যবস্খাপনা, পিসি বা নেটওয়ার্ক ঝামেলার সমাধা সহ বিভিন্ন মৌলিক সমস্যার সমাধান এ+ প্রফেশনালদের বিকল্প নেই।
০৭. পিএমপি : প্রজেক্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান বা পিএমআই এর সবচেয়ে ভাল সার্টিফিকেশন হলো প্রজেক্ট ম্যানেজমেন্ট প্রফেশনাল সার্টিফিকেশন। যা প্রজেক্ট ম্যানেজমেন্ট প্রফেশনালদের জন্য খুবই উপকারী। এ সার্টিফিকেশনে প্রজেক্ট ম্যানেজমেন্ট এক্সপার্টদের দক্ষতার যাচাই সহ প্ল্যান করা, নির্বাহী বাজেট ও টেকনো প্রজেক্ট পরিচালনা করার ব্যাপারে বাস্তব সম্মত জ্ঞান দিয়ে পরীক্ষার মাধ্যমে তা যাচাই করা হয়। ফলে তা খুবই তাৎপর্যপূর্ণ তাই এই সার্টিফিকেশন প্রজেক্ট ম্যানেজমেন্ট সেক্টরে সর্বাধিক স্বীকৃত প্রমাণ দলিল।
৮. এমসিএসই/এমসিএসএ : মাইক্রোসফটের এই সার্টিফিকেশন উইন্ডোজ প্লাটফর্মে কাজ করার জন্য দরকারী। তাছাড়া সর্বক্ষেত্রের কিছু বিশেষ ধারণা এই সার্টিফিকেশন থেকে নেয়া যায়। মূলত উইন্ডোজ ও উইন্ডোজ সার্ভার যাবত প্লাটফর্মের উপর সম্যক জ্ঞান দেয়া সহ প্রাথমিক আরও অনেক বিষয় এর আওতাভূক্ত।
৯. সিআইএসএসপি : সার্টিফাইড ইনফরমেশন সিস্টেম সিকিউরিটি প্রফেশনাল মূলত সিকিউরিটি এক্সপার্টদের ডিজাইনকৃত। এটি আন্তর্জাতিক ভাবে স্বীকৃত সিকিউরিটি সার্টিফিকেট যেখানে অপারেশন নেটওয়ার্ক ও ফিজিক্যাল সিকিউরিটির পাশাপাশি রিস্ক ম্যানেজমেন্ট, লিগ্যাল বিষয়াদি ও নিরাপত্তা সম্পর্কিত অন্যান্য বিষয়ে সম্যক বাস্তব জ্ঞান দেয়া হয়।
১০. লিনাক্স প্লাস : লিনাক্স বিষয়ে আরও আপটুডেট জানতে লিনাক্স প্লাস এর বিকল্প নেই। রেডহাট, এসইউএসই বা উবুনটু সিস্টেম নিয়ে যারা কাজ করেন তাদের জন্য এটা উপকারী।
এ কথা সত্য যে এ দশটি সার্টিফিকেট সবচেয়ে আধুনিক যা প্রয়োজনীয় হিসেবে গণ্য করা হলেও এগুলোই সর্বাধিক ও সর্বশ্রেষ্ঠ থাকবে তা বলা মুশকিল। কেননা, এগুলোর পাশাপাশি এইচআইপিএএ বা সারবেনস্ এক্সেলে (এসওএক্স) সহ ভিওআইপি ও পিসি প্রস্তুতকারীদের সার্টিফিকেশনও অত্যন্ত প্রয়োজনীয় ও তাৎপর্যপূর্ণ।
সৌজন্যে : মাসকি ই-বিজ



