বাংলাদেশে রেডহ্যাটের ট্রেনিং পার্টনার ডট কম সিস্টেমস চালু করল জব প্লেসমেন্ট বিভাগ। ডট কম সিস্টেমসের ওয়েবসাইটে প্লেসমেন্ট বিভাগে গিয়ে সাবেক ও বর্তমান শিক্ষার্থী ও আইটি প্রফেশনালরা তাদের সিভি এখানে রাখতে পারবেন। এ সাইটে আরো আছে হটজবস বিভাগ। সাইটের ঠিকানা : www.dotcomsystems.net