মাইক্রোনেট কোম্পানির এসপি৫৫৩০ মডেলের ইন্টারনেট ক্যামেরা বাংলাদেশে এনেছে গ্লোবাল ব্র্যান্ড। এই ইন্টারনেট ক্যামেরাটি স্বয়ংক্রিয়ভাবে ঘুরে মনিটরিং করতে পারে। ইন্টারনেট ক্যামেরাটিতে রয়েছে ১টি আরজে-৪৫-এর ১০/১০০ মেগাবিট পার সেকেন্ড ল্যান পোর্ট এবং এটি আই ট্রিপল ই৮০২.৩, আই ট্রিপল ই৮০২.৩ইউ স্ট্যান্ডার্ড সাপোর্ট করে। একে ওয়েবভিত্তিক রিমোট এ্যাকসেস এবং কনফিগার করা যায়। এ ইন্টারনেট ক্যামেরাটি দিয়ে মূলতঃ সহজেই ইন্টারনেটের মাধ্যমে বাসা এবং অফিসের নিরাপত্তার প্রতি লক্ষ্য রাখা যায়। একই সঙ্গে সর্বোচ্চ ১৬টি ক্যামেরা একটি মনিটরে পর্যবেক্ষণ করা যায়। এর মূল্য ২৩,০০০ টাকা।