বিশ্বখ্যাত ব্র্যান্ড কম্পিউটার নির্মাতা প্রতিষ্ঠান ডেল মাত্র ০.৬৫ ইঞ্চি পূরুত্ব বিশিষ্ট নোটবুক তৈরি করেছে যাকে বিশ্বের সবচেয়ে চিকন ল্যাপটপ হিসেবে বিবেচনা করা হচ্ছে। ১৩.৪ ইঞ্চি স্ক্রীন এবং ১২৮ গিগাবাইট সলিড স্টেট ড্রাইভ সম্পন্ন এই ‘ল্যাক্সারি’ অ্যাডামো ল্যাপটপটি বর্তমানে বাজারে প্রচলিত অ্যাপলের ম্যাকবুক প্রো’র তুলনায় চিকন গড়নের হওয়ায় এই ল্যাপটপটিকেই বিশ্বের সবচেয়ে পাতলা ল্যাপটপ হিসেবে বিবেচনা করা হচ্ছে। অ্যাপলের ম্যাকবুক এয়ার ল্যাপটপটির পুরুত্ব ০.৭৬ ইঞ্চি এবং ডেল ‘লাক্সারি’ অ্যাডামো ল্যাপটপটির পুরুত্ব ০.৬৫ ইঞ্চি। ফলে বর্তমানে ডেলের ‘লাক্সারি’ অ্যাডামো ল্যাপটপটি বিশ্বের সর্বনিম্ন পুরুত্ব বিশিষ্ট ল্যাপটপ হিসেবে বিবেচিত হচ্ছে। দু’টি ভিন্ন কনফিগারেশন সমৃদ্ধ এই ল্যাপটপটির মূল্য ১৯৯৯ ইউএস ডলার এবং অপরটির মূল্য ২৬৯৯ ইউএস ডলার। বিশ্বজুড়ে পিসি নির্মাতা প্রতিষ্ঠানসমূহ গবেষণা অব্যাহত রেখেছে ল্যাপটপের ওজন এবং পুরুত্ব কমিয়ে আনার পাশাপাশি এর কার্যক্ষমতা ব্যবহারকারীদের কল্যাণে অধিকতর গ্রহণযোগ্যতা আনয়নের লক্ষ্যে। এরই ধারাবাহিকতায় ডেল কর্তৃক বাজারে অবমুক্ত করা হলো মাত্র ১.৮ কেজি ওজন এবং ০.৬৫ ইঞ্চি পূরুত্ব বিশিষ্ট ‘লাক্সারি’ অ্যাডামো ল্যাপটপ। উল্লেখ্য, গত বছর অ্যাপল কর্তৃক ম্যাকবুক প্রো বাজারে ছাড়ার সাথে সাথে ব্যাপকভাবে ক্রেতা আকর্ষণে সম্ভব হয় এবং অ্যাপল ব্যবসা সফলতা অর্জন করে। ডেলের নতুন এই হালকা গড়নের ল্যাপটপটি ১.২ গিগাহার্জ ইন্টেল কোর টু ডুয়ো প্রসেসর সমৃদ্ধ হওয়ায় ব্যস্ত জীবনে সহজে বহনযোগ্য এবং কার্যকর ল্যাপটপ হিসেবে ল্যাপটপ ব্যবহারকারীদের নিকট ব্যাপকভাবে গ্রহণযোগ্যতা অর্জন করতে সক্ষম হবে বলে আশা করছে ডেল কর্তৃপক্ষ।
সৌজন্যে : মাসকি ই-বিজ