ওয়ার্ল্ড ইকোনোমিক ফোরামে সদ্য উপস্খাপিত ‘নেটওয়ার্ক রেডিনেস ইনডেস্ক’র তথ্যানুযায়ী বিশ্বের সবচাইতে বেশি আইসিটি নির্ভর কানেক্টেড অর্থনীতির দেশে পরিণত হয়েছে ডেনমার্ক। ইতোপূর্বে যুক্তরাষ্ট্র শীর্ষে অবস্খান করলেও এবার যুক্তরাষ্ট্রের অবস্খান তৃতীয়। দ্বিতীয় অবস্খানে রয়েছে সুইডেন। মূলত আইসিটি নির্ভর প্রযুক্তিসমূহ বিস্তারের মাধ্যমে জীবনযাত্রার মানউন্নয়নের লক্ষ্যে সহজলভ্য প্রযুক্তির বিকাশ এবং অর্থনৈতিক সমৃদ্ধি ‘নেটওয়ার্ক রেডিনেস ইনডেস্ক’-এ বিবেচিত হয়ে থাকে। বিশ্বের ১৩৪টি দেশের উপর পরিচালিত জরিপে প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে ডেনমার্ক বর্তমানে সবচাইতে বেশি আইসিটি নির্ভর প্রযুক্তি কানেক্টেড দেশ হিসেবে বিবেচিত হয়েছে। এশিয়ার সিঙ্গাপুর ‘নেটওয়ার্ক রেডিনেস ইনডেস্ক’-এ চতুর্থ এবং সুইজারল্যান্ড পঞ্চম অবস্খানে রয়েছে। শীর্ষ দশের অপর দেশগুলো হলো ফিনল্যান্ড, আইসল্যান্ড, নরওয়ে, নেদারল্যান্ড এবং কানাডা। ‘নেটওয়ার্ক রেডিনেস ইনডেস্ক’ অনুযায়ী শেষ দশে অবস্খান করেছে নিকারাগুয়ে, কম্বোডিয়া, নেপাল, বলিভিয়া, ইথুপিয়া, বাংলাদেশ, বুরুন্ডি, জিম্বাবুয়ে, তিমুর-লেসতে এবং চাদ। এশিয়ার ইমার্জিং অর্থনৈতিক সমৃদ্ধ দেশ হিসেবে চীনের অবস্খান ৪৬তম এবং ভারতের অবস্খা ৫৪তম। মূলত দেশের সর্বত্র আইসিটি নির্ভর প্রযুক্তিসমূহের বিস্তার এবং ইন্টারনেট, মোবাইল কমিউনিকেশন সেবার সহজলভ্যতা এক্ষেত্রে বিবেচনা করা হয়েছে। সেই সাথে ‘নেটওয়ার্ক রেডিনেস ইনডেস্ক’ প্রণয়নে প্রযুক্তির বিকাশের মাধ্যমে অর্থনৈতিক সমৃদ্ধি মূল বিবেচ্য বিষয় হিসেবে প্রাধান্য পেয়েছে।

সৌজন্যে : মাসকি ই-বিজ