ইন্টারনেট ব্যবহারের মাধ্যমে কোন ব্যক্তি বা প্রতিষ্ঠানসমূহ যেন অনাকাঙ্খিত হিসেবে বিবেচিত তথ্য এবং ভিডিও চিত্র প্রদান করতে না পারে সে লক্ষ্যে নতুন উদ্যোগ গ্রহণ করেছে চীন সরকার। ইন্টারনেট ভিত্তিক সমাজ ব্যবস্খায় তথ্যের অবাধ প্রবাহ সহজলভ্য হলেও অনেক ক্ষেত্রেই ব্যক্তিবিশেষের অসাধু কর্মতৎপরতার কারণে দেশের ভাবমূর্তী বিনষ্ট হবার আশংকা থাকায় ইন্টারনেটে প্রদেয় তথ্য, ছবি এবং ভিডিও কনটেন্ট সমূহের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে নতুন নিয়ম চালু করা হয়েছে চীনে। ইন্টারনেট ব্যবহারকারীদের উপর সরাসরি নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা না করা হলেও দেশের জন্য অবাঞ্চিত তথ্য, ছবি এবং ভিডিও সমূহ ইন্টারনেটের মাধ্যমে প্রচার করা যাবে না বলে সিদ্ধান্ত গ্রহণ করেছে সে দেশের সরকার। মূলত এই নিয়মের আওতায় ভিডিও শেয়ারিং সাইটগুলোতে অধিকতর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা হবে যেন কোন ব্যক্তি অবাঞ্চিত কোন ভিডিও ফুটেজ, ভিডিও শেয়ারিং সাইটসমূহে আপলোড করতে সক্ষম না হয়। অর্থাৎ যে সাইট অথবা আইপি এড্রেস হতে ছবি অথবা ভিডিও সমূহ ভিডিও শেয়ারিং সাইট সমূহে আপলোড করা হবে তা ব করে দেওয়া সহ শাস্তির প্রদান করা হবে। সেই সাথে যে সকল সাইটসমূহ চীন দেশের মতাদর্শের বিরোধী তথ্য ছবি অথবা ভিডিও সমূহ প্রদর্শন করবে সে সকল ওয়েব সাইট এবং ভিডিও শেয়ারিং সাইটসমূহের প্রচার ব করে দেওয়া হবে। উল্লেখ্য, ইতোমধ্যেই চীন দেশে সারাবিশ্বে তুমুল জনপ্রিয় ভিডিও শেয়ারিং সাইট ‘ইউ-টিউব’ এর সম্প্রচার ব করে দেওয়া হয়েছে।

সৌজন্যে : মাসকি ই-বিজ