ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা বিশ্বজুড়ে বৃদ্ধি পাওয়ার পরিপ্রেক্ষিতে ক্রমান্নয়ে বৃদ্ধি পাচ্ছে অনলাইন নেটওয়ার্কিং ব্যবহারের মাধ্যমে বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা ব্যক্তিদের মধ্যকার পারস্পরিক যোগাযোগ। ইতোপূর্বে ইন্টারনেট ব্যবহারকারীরা ইমেইলের মাধ্যমে নিজদের মধ্যকার তথ্যাদি আদান-প্রদান করে থাকলেও বর্তমানে ইমেইলের তুলনায় অনলাইন ভিত্তিক সোশ্যাল নেটওয়ার্কিং সাইটের মাধ্যমে নিজেদের মধ্যকার তথ্যাদি আদান-প্রদানে অধিকতর স্বাচ্ছন্দ্যবোধ করায় অনলাইন নেটওয়ার্কিং কার্যক্রম বিশ্বজুড়ে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে বলে সম্প্রতি প্রকাশিত জরিপে তথ্যপ্রদান করা হয়েছে। বিখ্যাত অনলাইন ভিত্তিক গবেষণাকারী প্রতিষ্ঠান নিলসন অনলাইন এই তথ্য প্রকাশ করে জানিয়েছে, ২০০৮ সালে পূর্বের বছরের তুলনায় অনলাইন নেটওয়ার্কিং সাইটসমূহে ব্যবহারকারীরা ৪৫ বিলিয়ন মিনিট সময় ব্যয় করেছে যা গত বছরের তুলনায় ৬৫ শতাংশ বেশি। এই অতিরিক্ত সময় অনলাইন নেটওয়ার্কিং সাইটসমূহ ব্যবহারকারীরা নিজেদের মধ্যকার তথ্য আদান-প্রদানে ব্যয় করেছে। মূলত অনলাইন নেটওয়ার্কিং সাইটসমূহ ব্যবহারের মাধ্যমে সাথে সাথে তথ্য প্রদান এবং গ্রহণের সুবিধা থাকায় বিশ্বজুড়ে ইমেইল-এর পরিবর্তে বর্তমানে অনলাইন নেটওয়ার্কিং অধিকতর জনপ্রিয়তা অর্জন করে চলেছে নিয়মিত ইন্টারনেট ব্যবহারকারীদের মধ্যে। সেই সাথে ফেসবুক, মাইস্পেস সহ জনপ্রিয় অনলাইন ভিত্তিক সোশ্যাল নেটওয়ার্কিং সাইটসমূহের ক্রমান্নতি ব্যবহারকারীদের প্রয়োজনীয় তথ্য আদান-প্রদানে পূর্বের তুলনায় অধিকতর স্বাচ্ছন্দ্য প্রদান করে চলেছে।

সৌজন্যে : মাসকি ই-বিজ