কম্পিউটার সোর্স বাজারে নিয়ে এসেছে ১০.০ মেগাপিক্সেল এর এম১০৩৩ মডেলের ক্যামেরা। এর রয়েছে ৩এক্স অপটিক্যাল জ্যুম যার সাহায্যে আপনি হাই ডেফিনেশন ছবি তুলতে পারবেন এবং ভিডিও করতে পারবেন। আরও আছে ফেস ডিটেকশন টেকনলজি। এর লিওন ব্যটারিকে সহজে রিচার্জ করার জন্য রয়েছে এসি এডাপ্টার। এই ক্যামেরার রয়েছে ৩ ইঞ্চি এলসিডি স্ক্রিন। ইন্টারনাল ৩২ মেগাবাইট স্টোরেজের পাশাপাশি রয়েছে এসডি কার্ড ব্যবহারের সুবিধা। ক্যামেরা থেকেই সরাসরি ছবি ইমেইল বা প্রিন্ট করা যাবে। আকর্ষনীয় কালো এবং সিলভার রং-এর এই ক্যামেরাটি বাজারে পাওয়া যাচ্ছে। কম্পিউটার সোর্স এই পণ্যে দিচ্ছে ১ বছরের বিক্রয়োত্তর সেবা। মূল্য ১৬,৫০০ টাকা।



