বিশ্বের শীর্ষ সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান মাইক্রোসফট কর্পোরেশন বিশ্বজুড়ে অগণিত উইন্ডোজ ব্যবহারকারীদের কল্যাণে তাদের নতুন অপারেটিং সিস্টেম ‘উইন্ডোজ ৭’-এ নতুন ফিচার সংযুক্তের ঘোষণা প্রদান করেছে। মাইক্রোসফটের নতুন ডেভেলপকৃত কন্ট্রোল প্যানেল উইন্ডোজ ৭-এ সংযুক্ত করার ফলে ব্যবহারকারীরা অতিসহজেই ইন্টারনেট এক্সপ্লোরার ৮ সহ অন্যান্য বিল্ট ইন প্রোগ্রামসমূহ দ্রুত ব করতে সক্ষম হবে বলে ধারণা করা হচ্ছে। মাইক্রোসফটের ডকুমেন্ট এন্ড প্রিন্টিং গ্রুপ এর ম্যানেজার জ্যাক মায়ো নতুন ডেভেলপকৃত এই কন্ট্রোল প্যানেল সম্বে বলেন, ‘ইউন্ডোজ-৭ ব্যবহারকারীদের নিকট কার্যক্ষেত্রে বর্তমানের তুলনায় অধিক নিয়ন্ত্রণ, ইচ্ছানুযায়ী কাজ সম্পাদন করার সুবিধা প্রদানের লক্ষ্যে এই প্রযুক্তি বিশেষভাবে সহায়তা করতে সক্ষম।’ উইন্ডোজ ভিসতা ব্যবহারকারীরা ইতোমধ্যে এই ধরনের সুবিধা ব্যবহার করতে সক্ষম হলেও মাইক্রোসফটের উইন্ডোজ৭ ব্যবহারকারীদের কল্যাণেই এই সুবিধাদি চালু করার ঘোষণা দিয়েছে মাইক্রোসফট। মূলত টার্নিং উইন্ডোজ ফিচার অন/অফ সুবিধা সম্বলিত ফিচারটি উইন্ডোজ ৭ ব্যবহারকারীদের অতি সহজেই প্রয়োজনানুযায়ী ইন্টারনেট এক্সপ্লেয়ার ৮, উইন্ডোজ মিডিয়া প্লেয়ার সহ অন্যান্য মাইক্রোসফট প্রোগ্রামসহ দ্রুত চালু অথবা ব করার সুযোগ প্রদান করবে। নতুন সুবিধাদি সংযোজনের মাধ্যমে আশা করা যাচ্ছে মাইক্রোসফটের নতুন অপারেটিং সিস্টেম উইন্ডোজ৭ ব্যাপকভাবে ব্যবহারকারীদের নিকট গ্রহণযোগ্যতা অর্জন করতে সক্ষম হবে। ফলে শীর্ষ সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান হিসেবে নিজেদের বর্তমান অবস্খান ভবিষ্যতেও ধরে রাখতে সক্ষম হবে মাইক্রোসফট কর্পোরেশন।