একটি পূর্ণাঙ্গ অনলাইন সংবাদপত্র হিসেবে ইউকে বিডি নিউজ ডট কমের (www.ukbdnews.com) যাত্রা শুরুর অল্প কয়েকমাসের মধ্যেই ইউকে বিডি নিউজ এর টীম ২৪ঘন্টার সংবাদ সম্প্রচারের ঘোষণা প্রদান করেছে। ইতিমধ্যেই বৃটেন থেকে প্রকাশিত অন্যান্য বাংলা ওয়েবসাইট এর তুলনায় শীর্ষে অবস্খান করছে ইউকে বিডি নিউজ। ইউকে বিডি নিউজ (www.ukbdnews.com) এর বিভিন্ন বিভাগগুলো সাজানো হয়েছে পাঠকদের কথা চিন্তা করেই। প্রতিদিনের গুরুত্বপূর্ণ সংবাদগুলো তাৎক্ষণিক আপডেট, বিস্তারিত থাকবে প্রথমেই। ইউকে বিডি নিউজ এর বিভাগগুলোতে থাকছে নানা সংবাদ-ফিচার ও সর্বোপরি বৈচিত্র্যের সমাহার। ইউকে বিডি নিউজ এর প্রধান সম্পাদক তাইছির মাহমুদ ও সম্পাদক সোয়েব উদ্দিন কবীর বলেন, বৃটেন প্রবাসী পাঠকদের সবসময় তরতাজা ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের জন্য আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি।