মুঠোফোনের উপযোগী নানা বিষয় (কনটেন্ট) ও প্রোগ্রাম তৈরি করতে পারেন—এমন বাংলাদেশি প্রোগ্রামারদের জন্য বিশেষউদ্যোগ নিয়েছে নকিয়া।বিশ্বের সবচেয়ে বেশিমোবাইলফোনসেট নির্মাতা এই প্রতিষ্ঠানটি এজন্য বাংলাদেশে উইজেটপ্রো সুবিধা চালু করেছে। এতে দেশি-বিদেশি মোবাইল কনটেন্ট তৈরির কাজ করতে পারবেন দেশীয় প্রযুক্তিবিদেরা। গতকাল বুধবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত এক কর্মশালায় এ সম্পর্কে বিস্তারিত জানানো হয়।
কর্মশালা শেষে আয়োজিত অনুষ্ঠানে বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী ইয়াফেস ওসমান নতুন এই উদ্যোগের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। তিনি বলেন, ‘প্রযুক্তি কাজে লাগিয়ে জীবনের পরিবর্তন করা সম্ভব এবং এ কাজ করার মাধ্যমে তরুণেরা ডিজিটাল বাংলাদেশের পথে এগিয়ে যেতে পারবে।’ অনুষ্ঠানে নকিয়া এমার্জিং এশিয়ার মহাব্যবস্থাপক প্রেম চাঁদ বলেন, ‘তথ্য ও যোগাযোগপ্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে দেশের আর্থসামাজিক উন্নয়নের ক্ষেত্রে সরকারের লক্ষ্য অর্জনে নকিয়া সক্রিয়ভাবে অংশ নিতে আগ্রহী।আর এরই ধারাবাহিকতায় আমরা এ ধরনের কার্যক্রম পরিচালনা করছি।’
চলতি মাসের শুরুতে নকিয়া স্থানীয় প্রোগ্রাম ও কনটেন্ট নির্মাতাদের জন্য উইজেটপ্রো প্রতিযোগিতা ২০০৯-এর আয়োজন করে। এতে দুই সদস্যের একটি করে দল অংশ নেয়। পুরো প্রতিযোগিতায় ৪০০ দল অংশ নেয়, এর মধ্যে ৩০টি দলকে নিয়ে বিশেষ এই কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালায় উইজেট প্রযুক্তি সফল উইজেট সমাধান সম্পর্কে ধারণা দেওয়ার পাশাপাশি নকিয়ার ফোনে উইজেট তৈরি সম্পর্কে আলোচনা করা হয়। প্রতিযোগিতার দ্বিতীয় পর্বে কর্মশালায় অংশ নেওয়া ৩০টি দলকে নকিয়া ফোনসেটের প্রোগ্রাম বানাতে হবে।বিজয়ী তিনটি দলকে সিঙ্গাপুরে অনুষ্ঠেয় নকিয়া ফোরাম উইজেট কর্মশালায় পাঠানো হবে। নকিয়া ফোরাম দলের নির্বাচিত সেরা একটি প্রোগ্রাম নকিয়ার অনলাইন দোকান অভি স্টোরে যুক্ত হবে। পাশাপাশি বিজয়ী দল পুরস্কার হিসেবে পাবে এক হাজার ডলার। বিস্তারিত জানার ওয়েব ঠিকানা: www.forum.nokia.com।
সৌজন্যে : দৈনিক প্রথম আলো