মাইক্রোসফট করপোরেশন বাংলাদেশ সরকারকে জাতীয় নিরাপত্তা, অর্থনৈতিক সচ্ছলতা এবং জনগণের নিরাপত্তা নিয়ে আরও দক্ষ ও সফলভাবে কাজ করতে সহায়তা করবে। এ জন্য রাজধানীর একটি হোটেলে গতকাল মঙ্গলবার মাইক্রোসফট বাংলাদেশের সঙ্গে ‘নিরাপত্তা সহযোগিতা কর্মসূচি (এসসিপি)’ নামে এক চুক্তিতে সই করেছে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি)।বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক মো. মাহফুজুর রহমান এবং মাইক্রোসফট বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার ফিরোজ মাহমুদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন।
মো. মাহফুজুর রহমান ‘ভিশন ২০২১ ডিজিটাল বাংলাদেশ’-এর কথা উল্লেখ করে বলেন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) খাতে নিরাপত্তা সব ব্যবহারকারীর কাছেই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। তাই ব্যক্তি ও জাতীয় নেটওয়ার্ক খাতে হ্যাকিং, ভাইরাসসহ সব ধরনের ভার্চুয়াল হুমকি মোকাবিলায় সরকারি-বেসরকারি অংশীদারিত্ব খুব গুরুত্বপূর্ণ। মাইক্রোসফটের মতো বহুজাতিক প্রতিষ্ঠানের প্রযুক্তি ব্যবহার করার সুযোগ পাওয়ার মাধ্যমে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল বাংলাদেশ সরকারকে কম্পিউটার এবং নেটওয়ার্কিং খাতে অধিকতর নিরাপত্তার সঙ্গে কাজ করতে সহায়তা করতে পারবে। এর ফলে ডিজিটাল বাংলাদেশ গড়ার কাজটা অনেক সহজ হবে। ফিরোজ মাহমুদ বলেন, ‘এসসিপি মাইক্রোসফটের বিশ্বব্যাপী সরকারগুলোকে সহায়তা দেওয়ার প্রোগ্রাম। এর সাহায্যে সব সরকারকেই আইসিটি খাতে দক্ষ করে তুলতে মাইক্রোসফট চেষ্টা চালাচ্ছে।
উল্লেখ্য, ২০০৫ সালের ফেব্রুয়ারি মাসে মাইক্রোসফট বিশ্বব্যাপী আইসিটি আন্দোলনের লক্ষ্যে এসসিপি শুরু করে। মাইক্রোসফট একে অলাভজনক কর্মসূচি হিসেবে পরিচালনা করে থাকে।
সৌজন্যে : দৈনিক প্রথম আলো