আমাদের দেশে অভিভাবকদের একটি বড় অংশই তাদের ছেলে-মেয়েদের পছন্দের পেশা নিয়ে ডাক্তার কিংবা ইঞ্জিনিয়ার হওয়াকেই প্রত্যাশা করে থাকেন। সমাজে দীর্ঘদিন ধরে এমন ধারণা চলে আসলেও বর্তমানে এর কিছুটা পরিবর্তন হয়েছে। তথ্যপ্রযুক্তির এই যুগে চাকরির বাজার অনেক সম্প্রসারিত হয়েছে এবং আগের শুধু ডাক্তার ইঞ্জিনিয়ার হবার মানসিকতা থেকে বেরিয়ে এসে তরুণ প্রজন্মের অনেকেই নতুন নতুন পেশায় নিজেকে সম্পৃক্ত করছে। অনেক পেশা রয়েছে যেগুলো অনেক সম্ভাবনায় এবং বিশ্বের নিত্যনতুন নানা পেশা সম্পর্কে অনেকেই সচেতন নয়। অথচ একটু ভাল করে খোঁজ খবর নিলে আমরা দেখতে পাব সম্ভাবনাময় অনেক পেশা। যেসব পেশায় আপনি নিশ্চিন্তে গড়তে পারেন আপনার ক্যারিয়ার। বর্তমান সময়ে তেমনই সম্ভাবনাময় একটি পেশা হচ্ছে গ্রাফিক ডিজাইনার। এ পেশায় দৃঢ় মনোবল নিয়ে কাজ শুরু করতে পারলে আপনিও পৌঁছাতে পারেন উন্নতির চরম শিখরে। বর্তমানে চাকরির যেসব ত্রে বেশ দ্রুত সম্প্রসারিত হচ্ছে তার মধ্যে গ্রাফিক্স ডিজাইন অন্যতম। অল্প সময়ে কিছু কোর্স করে অথবা নিজের একাগ্রতা নিয়ে কাজ করে আপনিও ক্যারিয়ার শুরু করতে পারেন একজন গ্রাফিক ডিজাইনার হিসেবে। মিডিয়া বর্তমানে সম্প্রসারণশীল একটি শিল্প হিসেবে পরিগণিত। ইলেকট্রনিক-প্রিন্ট মিডিয়া ছাড়াও ‘প্রচারেই প্রসার’ এই মূলমন্ত্রকে নিয়ে বিশ্বব্যাপী কাজ করে যাচ্ছে নানা বিজ্ঞাপনী সংস্থা এবং এসব বিজ্ঞাপনী সংস্থার প্রসারও ঘটছে খুব দ্রুত। সাথে সাথেই বাড়ছে গ্রাফিক ডিজাইনে দক্ষ জনশক্তির চাহিদা। অন্যান্য ক্ষেত্রে কথা বাদ দিয়ে যদি শুধু বিজ্ঞাপনী সংস্থার কথায় বলি তাহলে বলতে হবে, অন্যান্য পেশার চাইতে অনেক ভাল ক্যারিয়ার গড়া সম্ভব এই শিল্পে। গ্রাফিক্সে পারদর্শী এবং শিল্পমনা যে কেউ বিজ্ঞাপন শিল্পে ক্যারিয়ার শুরু করতে পারেন গ্রাফিক ডিজাইনার হিসেবে। আর্ট ও গ্রাফিক্স ডিজাইন সম্পর্কে অভিজ্ঞতাই হচ্ছে এ বিভাগের কাজ করার অন্যতম প্রধান যোগ্যতা। একজন গ্রাফিক ডিজাইনারের উপর অনেকটা নির্ভর করে কোন বিজ্ঞাপন কতটা সুন্দর ও বাস্তবমুখী হবে। যারা মনে মনে ভাবছেন ভবিষ্যতে নিজেকে গ্রাফিক ডিজাইনার হিসেবে প্রতিষ্ঠিত করতে এবং যারা এ পেশার খুঁটিনাটি বিষয়ে বেশ আগ্রহী তাদের জন্য এই প্রতিবেদনে এ পেশায় সফল একজন ব্যক্তির মতামত তুলে ধরা হলো। যার পরামর্শ ও মতামত আপনাকে গ্রাফিক্স ডিজাইনার হতে কিছুটা হলেও সাহায্য করতে পারে।

আনিসুজ্জামান সোহেল
প্রুফ ক্রিয়েটিভ সুপারভাইজার, মিডিয়াকম লিমিটেড
কাজের ত্রে হিসেবে গ্রাফিক ডিজাইন বর্তমানে খুবই সম্ভাবনাময় একটি পেশা। কাজ জানা থাকলে পড়াশোনার পাশাপাশি যে কেউ পার্টটাইম হিসেবে বিভিন্ন জায়গায় গ্রাফিক্স ডিজাইনের কাজ করতে পারে। বিজ্ঞাপন শিল্পে এ কাজের ত্রে এবং চাহিদা অনেক বেশি। গ্রাফিক ডিজাইনার হতে চাইলে শিাগত যোগ্যতার পাশাপাশি আপনাকে গ্রাফিক্স যেমন- ফটোশপ, ইলাস্ট্রেটর ইত্যাদি খুব ভাল করে শেখতে হবে। শুধু শেখার জন্য শিখলেই হবে না অনেক চর্চার মাধ্যমে উক্ত কোর্সগুলোকে আত্মস্থ করতে হবে। গ্রাফিক্স ডিজাইন শিখে দতা অনুযায়ী বিজ্ঞাপনী প্রতিষ্ঠানে গ্রাফিক ডিজাইনার, ভিজুয়ালাইজার, ট্রেইনি ভিজ্যুয়ালাইজার হিসেবে আপনি ক্যারিয়ার শুরু করতে পারেন। শুরুতেই ১২-১৫ হাজার টাকা বেতনে আপনি ক্যারিয়ার শুরু করতে পারবেন। তবে আপনার দতা এবং পারদর্শীতা দিয়ে নিজেকে প্রমাণ করতে পারলে এক লাফেই আপনার বেতন ত্রিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা হতে পারে। গ্রাফিক ডিজাইনার হওয়ার একটি বড় সুবিধা হলো, চাকরিরত প্রতিষ্ঠানের পাশাপাশি আপনি অনেক ফ্রিল্যান্স কাজ করতে পারেন। বিজ্ঞাপনী প্রতিষ্ঠান ছাড়াও বিভিন্ন কর্পোরেট প্রতিষ্ঠান, ফ্যাশন হাউস, প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া, প্রকাশনা সংস্থা, ফার্মাসিউটিক্যালস, টেলিকমসহ বিভিন্ন ক্ষেত্রে গ্রাফিক ডিজাইনারের রয়েছে প্রচুর চাহিদা। বর্তমানে বিবিএ-এমবিএ করার চাইতে অল্প সময়ে গ্রাফিক এর কাজ শিখে অনেক ভাল ক্যারিয়ার গড়া সম্ভব। এক্ষেত্র আপনার দৃঢ় মনোবল ও শৈল্পিক মন-মানসিকতা অবশ্যই থাকা চাই। দৃঢ় মনোবল নিয়ে গ্রাফিক ডিজাইনার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করে অল্প কয়েক বছরেই আপনি লাধিক টাকা বেতনের চাকরিও পেতে পারে, যা অন্যান্য পেশার চাইতে অনেক সহজ। সময় সুযোগ বুঝে যোগাযোগের মাধ্যমে আপনি বিজ্ঞাপনী সংস্থা বা অন্যান্য প্রতিষ্ঠানে গ্রাফিক ডিজাইনার হিসেবে ইন্টার্নিও করতে পারেন। যা আপনার দক্ষতা বাড়াতে সহায়তা হবে।


সৌজন্যে : মাসিক ই-বিজ