কম্পিউটার সোর্স লিমিটেড বাজারে নিয়ে এসেছে ডেলের নতুন একটি ল্যাপটপ কম্পিউটার। ভস্ট্রো সিরিজের ১৩২০ মডেলের এ ল্যাপটপ কম্পিউটারে ২.২ গিগাহার্টজ গতির ইন্টেল কোর টু ডুয়ো প্রসেসর ব্যবহার করা হয়েছে। এর মনিটর ১৩.৩ ইঞ্চির।এতে ২ গিগাবাইট র্যাম ও ২৫০ গিগাবাইটের হার্ডডিস্ক ড্রাইভ আছে। এতে ওয়েবক্যাম, মাইক্রোফোন ও তারহীন নেটওয়ার্ক সুবিধা পাওয়া যাবে। ওজন এক কেজি ৮৬০ গ্রাম। দাম ৫২ হাজার টাকা।