আইওএম বাজারে নিয়ে এসেছে তোশিবার নতুন একটি ল্যাপটপ কম্পিউটার। পোর্টিজি এম৮০০-ই৩৩১৯ডব্লিউ মডেলের এই ল্যাপটপে নিরাপত্তার জন্য স্মার্টফেইস ও আঙুলের ছাপ শনাক্ত করার বিশেষ প্রযুক্তি ফিংগার প্রিন্ট রিডার রয়েছে। এতে ২ দশমিক ৪ গিগাহার্টজ গতির ইন্টেল কোর টু ডুয়ো প্রসেসর ব্যবহার করা হয়েছে। এর পর্দা ১৩ দশমিক ৩ ইঞ্চি, র্যাম ১ গিগাবাইট ও হার্ডডিস্ক ড্রাইভ ২৫০ গিগাবাইট। এতে অ্যান্টেনাসহ এফএম বেতার শোনার সুবিধা আছে। এর দাম ৮৭ হাজার টাকা।