জনপ্রিয় গান শোনার সুবিধা প্রদানকারী অ্যাপল ইনকর্পোরেশনের আইটিউনস প্রোগ্রাম স্টোর থেকে এখন পর্যন্ত প্রায় বিশ কোটি প্রোগ্রাম নামানো (ডাউনলোড) হয়েছে । সম্প্রতি অ্যাপল কতৃপক্ষ এ তথ্য জানায়। অ্যাপলের এ অনলাইন দোকানে জনপ্রিয় আইফোন এবং আইপড টাচের জন্য প্রায় ৮৫ হাজার প্রোগ্রাম রয়েছে। বর্তমান সময়ে গান শোনার জন্য প্রয়োজনীয় অন্য কোন প্রোগ্রাম স্টোরে এতো বেশি প্রোগ্রাম নেই। তবে অ্যাপল প্রোগ্রাম স্টোরের সব প্রোগ্রামই বিনামূল্যে নয়। আইফোন এবং আইপড টাচের জন্য কিছু প্রোগ্রাম রয়েছে যা কিনে ব্যবহার করতে হয়। তবে অ্যাপলের প্রোগ্রাম স্টোর থেকে গত বছরে বাজারে আসা স্পর্শকাতর (টাচ স্ক্রিন) সুবিধা সম্বলিত আইফোনের জন্য সবচেয়ে বেশি প্রোগ্রাম নামানো হয়েছে (ডাউনলোড)। অ্যাপলের তথ্যমতে এখন পর্যন্ত সারা বিশ্বের ৭৭ টি দেশে প্রায় ৫ কোটি আইফোন এবং আইপড টাচ বিক্রি হয়েছে। এর মধ্যে যুক্তরাষ্ট্রে এটিএন্ডটি ইনকর্পোরেশনের মাধ্যমে বিক্রিত আইফোনের সংখ্যা সবচেয়ে বেশি। জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগল তাদের মুক্ত অপারেটিং সিস্টেম অ্যান্ড্রোয়েড ব্যবহারকারীদের জন্য একটি প্রোগ্রাম স্টোর করেছে। তবে প্রোগ্রাম সংখ্যার দিক দিয়ে অ্যাপল অনলাইন দোকান অনেক এগিয়ে।
সৌজন্যে : দৈনিক প্রথম আলো