শীর্ষ সফটওয়্যার নির্মাতা মাইক্রোসফট করপোরেশন মোবাইলফোন চালানোর জন্য অপারেটিং সিস্টেম উইন্ডোজ মোবাইলের নতুন ৬.৫ সংস্করণআনুষ্ঠানিকভাবে চালু করেছে। এখন সারা বিশ্বের বাজারে এই অপারেটিং সিস্টেম পাওয়া যাচ্ছে। এই অপারেটিং সিস্টেমসংবলিত মোবাইল ফোন সেটও বাজারে চলে এসেছে।
মাইক্রোসফট একই সঙ্গে উইন্ডোজ মার্কেটপ্লেস ফর মোবাইল নামে একটি প্রোগ্রাম বিক্রির অনলাইন দোকানও (অ্যাপ্লিকেশন স্টোর) আনুষ্ঠানিকভাবে চালু করেছে।
মাইক্রোসফটের কর্মকর্তা অ্যালেক্স রিভ বলেন, এই অ্যাপ্লিকেশন স্টোরে ৬০টি প্রোগ্রাম পাওয়া যাবে। নতুন উইন্ডোজ মোবাইল অপারেটিং সিস্টেম ও নতুন অ্যাপ্লিকেশন স্টোরের খবর গত ফেব্রুয়ারি মাসে প্রথম ঘোষণা করেছিল মাইক্রোসফট।

নতুন অপারেটিং সিস্টেম তৈরির জন্য মাইক্রোসফট টি-মোবাইল, ওটু, ভোডাফোন ও অরেঞ্জের সঙ্গে অংশীদারিত্বের ভিত্তিতে কাজ করেছে। ২০০৮ সালের মার্চ মাসে এই অপারেটিং সিস্টেম তৈরির কাজ শুরু হয়। অনেক পরিবর্তন ও পরিমার্জনের পর মঙ্গলবার অপারেটিং সিস্টেমটি আনুষ্ঠানিকভাবে বাজারে ছাড়া হয়। ২০১০ সালে এই অপারেটিং সিস্টেমের আরেকটি সংস্করণ উইন্ডোজ মোবাইল ৭ বাজারে ছাড়া হবে। এ অপারেটিং সিস্টেম-চালিত ফোনগুলো মাইফোন সেবাও ব্যবহার করতে পারবে। ছবি অথবা ভিডিও ক্লিপ মাইফোন সাইট অথবা সরাসরি উইন্ডোজ ফোন থেকে প্রিন্ট দেওয়া যাবে।


সৌজন্যে : দৈনিক প্রথম আলো